ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাকা টেস্ট নিয়ে হাথুরুর অনেক উচ্ছ্বাস, কেন?

ঢাকা টেস্ট নিয়ে হাথুরুর অনেক উচ্ছ্বাস, কেন?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৪:৪৪ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১৪:৪৪

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট সবুজ বানিয়ে দিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তামিম-সাকিবের ইনজুরিতে ওই সবুজের চ্যালেঞ্জ সামলাতে হলো তরুণ মাহমুদুল জয় ও জাকির হাসানে। দলে পাঁচ পেসার নিয়ে তিনজনকে রাখলেন একাদশে। আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে শুধু প্রথা ভাঙা নয় ‘নতুন শুরু’ স্লোগানই দিলেন টাইগারদে এই হেড কোচ।

ওই নতুন শুরুর টেস্টে রানের হিসেবে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। এবাদাত-তাসকিন-শরিফুল দুর্দান্ত বোলিং করেছেন। নাজমুল শান্ত, জয়, জাকির ও মুমিনুল ব্যাট হাতে মুগ্ধ করেছেন। ঢাকা টেস্ট নিয়ে তাই অনেক উচ্ছ্বাস আর মুগ্ধতা ছড়ালো হাথুরুর চোখে ও মুখে। 

তার মতে, এটি কেবল একটি টেস্ট জয় নয়, তার চেয়ে বেশি কিছু। সেই বেশি কিছু হলো- তার শিষ্যরা সামর্থের প্রমাণ দিয়েছেন, অনেকের সন্দেহ দূর করেছেন, নতুন নায়কদের দেখেছেন তিনি। সঙ্গে যুক্ত হয়েছে টেস্টের নতুন ধরন। সব মিলিয়ে উচ্ছ্বসিত টাইগারদের লঙ্কান কোচ হাথুরু। 

রোববার মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে দল নিয়ে অনুশীলন করা হাথুরু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি জানি না, আপনারা দেখেছেন কিনা, এটাকে জয়ের চেয়েও বেশি কিছু বলা হচ্ছে। আমিও তাই মনে করি। আমি বলতে চাচ্ছি- এই টেস্টের জন্য আমরা যেভাবে প্রস্তুত হয়েছি, পূর্বে সেভাবে হইনি। এই ধরণের উইকেটে আমরা খেলি না। যেভাবে খেলেছি (আক্রমণাত্মক) ওভাবেও সাধারণত খেলি না। আমাদের নিয়ে অনেকে সন্দেহও করেছিল। এমন উইকেটে পারবো কিনা। ওই মানসিক বাধাও দূর করেছি। সব মিলিয়ে এটা বড় জয়।’ 

নাজমুল শান্ত, জাকির হাসান ও মাহমুদুল জয়ের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের কোচ, ‘আমরা তাদের রান করার স্বাধীনতা দিয়েছি। তবে কন্ডিশন কঠিন হলে আমরা সেভাবেই খেলবো। একইসঙ্গে শান্তকে আমাদের কৃতিত্ব দিতে হব,  দুই ইনিংসে সে যেভাবে ব্যাটিং করেছে। বিশেষ করে প্রথমদিনের দুই ঘণ্টা সে এবং জয় যেভাবে ব্যাটিং করেছে, ড্রেসিংরুমের সকলের নার্ভ স্থির করেছে ওরা। 

সত্যি বলতে আমি খুবই মুগ্ধ। প্রথমবার সরাসরি জাকিরের ব্যাটিং দেখলাম। পেস এবং স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সে দারুণ খেলে। আপনি ওপেনারদের ক্ষেত্রে এমনটা খবু কম দেখবেন। তার ব্যাটিংয়ে আমি মুগ্ধ। জয় যেভাবে ব্যাটিং করেছে, সে তার জাত চিনিয়েছে। ওর রেকর্ড ভালো শুরু পেলে এগিয়ে যাওয়ার কথা বলে। দুই তরুণকে নিয়ে আমি খুবই আশাবাদী। সঙ্গে মুমিনুল ফিরে এসেছে দেখেও ভালো লাগছে।’ 

পেসারদের নিয়েও উচ্ছ্বাস দেখিয়েছেন হাথুরুসিংহে। জানিয়েছেন যে, আগে বাংলাদেশের শক্তির জায়গা ছিল স্পিন, পরিকল্পনাও ছিল স্পিন কেন্দ্রিক। এখন পেস বোলিংয়ে শক্তিশালী বাংলাদেশ। ওটারই সুবিধা নেওয়ার পক্ষে তিনি, ‘পূর্বে আমাদের শক্তি ছিল স্পিন। প্রতিপক্ষকে হারাতে তারাই ছিল মূল ভরসা। এখন আমাদের পেস বোলারদের ব্যবহার করেও জয়ের সুযোগ তৈরি হয়েছে। তারা (পেসাররা) খুবই ভালো এবং পেশাদার উপায়ে বোলিং করেছে। বাউন্স বল দিলেও তা খেলে সহজ হয়নি। ফ্রন্ট ফুটে বোলিং করেছে। ছোট ছোট এই জিনিসগুলো পেসারদের পরিপক্কতার প্রমাণ দিয়েছে।’

আরও পড়ুন

×