ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইতালিয়ান লিগে নিষেধাজ্ঞাসহ জরিমানা মরিনহোর

ইতালিয়ান লিগে নিষেধাজ্ঞাসহ জরিমানা মরিনহোর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৩ | ১৩:০০ | আপডেট: ২৯ জুন ২০২৩ | ১৩:০০

সম্প্রতি ইতালিয়ান ক্লাব রোমার কোচ হোসে মরিনহোকে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে টাইব্রেকারে হারের পর রোমা কোচ রেফারি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। মাঠে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ওই ঘটনায় পর্তুগালের রোমা কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।

একই ঘটনায় এবার ইতালিয়ান লিগ সিরি আ'তে ১০ দিনের নিষেধাজ্ঞা পেলেন মরিনহো। এতে সিরি আ'তে মৌসুমের প্রথম দুই ম্যাচে ডাকআউটে থাকতে পারবেন না ৬০ বছর বয়সী এই কোচ। একই সঙ্গে ইতালিয়ান ফুটবল ফেডারেশন তাকে ৫০ হাজার ইউরো জরিমানা করে।

ইউরোপা লিগের ফাইনালে রেফারি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন মরিনহো। খেলা শেষে কার পার্কিংয়ে গিয়ে রেফারির উদ্দেশ্যে বলেছিলেন, 'বিরক্তিকর'। পরে রোমা সমর্থকেরা বিমানবন্দরে রেফারি ও তার পরিবারকে আক্রমণ করেন। এ ঘটনায় এক ইতালিয়ান নাগরিককে গ্রেপ্তারও করা হয়। এসব কারণে মরিনহোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফা। 

উয়েফা বিবৃতি দিয়ে বলেছে, 'উয়েফার প্রতিযোগিতা থেকে রোমা কোচ হোসে মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করা হচ্ছে। ম্যাচ অফিসিয়ালের প্রতি তিনি সরাসরি অবমাননাকর মন্তব্য করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।'

আরও পড়ুন

×