ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আসামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

আসামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ০৬:৪৭

ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার আগে আলোচনায় ছিল আসম ভেন্যু। গুঞ্জন ছিল, বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ হতে পারে গৌহাটিতে। 

আয়োজক ভারত আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে হতাশ করেনি। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ না দিলেও প্রস্তুতি ম্যাচ রেখেছে ঠিকই। 

আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এক টুইটে জানিয়েছে, টাইগারদের গা গরমের দুটি ম্যাচই হবে ভারতীয় এ সীমান্ত রাজ্যে। ৩০ সেপ্টেম্বর বাছাই পর্বের দুই নম্বর গ্রুপ চ্যাম্পিয়ন দলের সঙ্গে আর ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলবেন তামিম ইকবালরা। 

৩০ সেপ্টেম্বর ভারত-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচও হবে আসামে। অর্থাৎ বাংলাদেশ ছাড়াও নিজ দেশের ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন আসামের মানুষ।

আরও পড়ুন

×