স্ত্রীর জন্যই রিয়ালে থাকছেন ক্রুস

স্ত্রী জেসিকা ফারবারের সঙ্গে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ১১:৩২ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ১৭:০২
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা তিনি। ৯ মৌসুম ধরেই স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুর্দান্ত খেলছেন টনি ক্রুস। সদ্য সমাপ্ত মৌসুম শেষে রিয়াল ছাড়ার গুঞ্জন উঠেছিল। তবে সব গুঞ্জন থামিয়ে দিয়ে লস ব্লাঙ্কোসদের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়িয়েছেন ক্রুস। যার পেছনে ভূমিকা রেখেছেন তার স্ত্রী জেসিকা ক্রুস।
মূলত স্ত্রীর চাওয়াতেই রিয়ালে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ক্রুস। এমনটি নিজেই জানিয়েছেন সাবেক জার্মান মিডফিল্ডার। জার্মানির সংবাদমাধ্যম আরটিএলকে তিনি বলেছেন, 'আমার স্ত্রী আমাকে অনুমতি দিয়েছে। তাই আরও এক বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
রিয়ালের এই জার্মান তারকা আরও জানান, 'ফুটবল থেকে বিদায়ের বিষয়ে সাধারণ ভ্ক্তদের মাঝে দুয়েকটি নেতিবাচক উদাহরণ থাকে, যখন আপনি তাদের মন থেকে জায়গা হারিয়েছেন। আমার সঙ্গেও তেমনটা হোক চাই না। আমার মনে হয়েছিল গত ৯ মৌসুমের মধ্যে গত বছরটা সাধারণভাবে গেছে রিয়ালের। কেন আগামী মৌসুম ভালো যাবে না? যদিও আমি এখনও ফুটবলের ক্ষুধা রয়েছে এবং আমি আরও শিরোপা পেতে চাই।'
এখন পর্যন্ত ৯ মৌসুমে রিয়ালের হয়ে ২০টি শিরোপা জিতেছেন ক্রুস। আগামী মৌসুমে নিশ্চয়ই সংখ্যাটা বাড়বে। এর মধ্যে চার চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে তিনটি লা লিগা রয়েছে। দেশের হয়ে ২০২১ সালে অবসর নেওয়ার আগে স্বপ্নের বিশ্বকাপও জিতেছেন ২০১৪ সালে।
- বিষয় :
- রিয়াল মাদ্রিদ
- টনি ক্রুস