ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

একাদশে তিন পেসার খেলাতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ০৫:০৯ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ০৫:৪৯

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে এবারে ওয়ানডে মিশনে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নামছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুইটায়। দলীয় শক্তি, কন্ডিশন, দুই দলের মুখোমুখি লড়াই এবং সাম্প্রতিক পরিসংখ্যানে পরিস্কার এগিয়ে বাংলাদেশ। তবে স্বাগতিকদের সঙ্গে লড়াই করার সামর্থ্যও আছে আফগানিস্তানের।

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের জন্য এই সিরিজটি পরীক্ষা-নিরীক্ষারও। প্রথম ছয় পজিশনে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। তামিম-লিটন ওপেন করবেন। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত। এরপর নামবেন সাকিব, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম।

সাত নম্বর ব্যাটার বেছে নিতে আফিফ হোসেনের পরীক্ষা নেওয়া হতে পারে। এমনটি হলে মেহেদী হাসান মিরাজকে আটে ব্যাটিং করতে হবে। পেস বোলিং বিভাগেও লড়াই হবে একাদশে জায়গা করে নিতে। তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান খেলতে পারেন। পাঁচ বোলার খেলালে একজন ব্যাটার বেশি খেলবে। কারণ আফগানিস্তানের বিপক্ষে গত সিরিজেই চট্টগ্রামে দারুণ একটা ইনিংস খেলে সিরিজ নিশ্চিত করেছিলেন। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের মোকাবিলায় একজন ব্যাটার বেশি নিয়ে খেলার সম্ভাবনা বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

×