ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

এই তামিম কি বিশ্বকাপেও ‘অটোচয়েস’

এই তামিম কি বিশ্বকাপেও ‘অটোচয়েস’

শতভাগ ফিট না হয়েও আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে ব্যর্থ হন তামিম। ছবি: এএফপি

সেকান্দার আলী, চট্টগ্রাম থেকে

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ০৩:৩৪

ক্রিকেটপাড়ায় এখন একটা প্রশ্ন খুব জিজ্ঞাসু– বিশ্বকাপে তামিম ইকবাল কি অধিনায়ক থাকবেন। এর পর চলতে থাকে প্রশ্ন কর্তার ব্যাখ্যা– এ রকম নিরুত্তাপ কাউকে অধিনায়ক রাখা উচিত হবে না। সে তো ভালো করছে না। তামিম একসময়ের দেশসেরা ব্যাটসম্যান। দেশের ব্যাটিংয়ের সব রেকর্ডই ছিল তাঁর দখলে। সেই ওপেনারের খেলা নিয়ে এখন প্রশ্ন ওঠে। তাঁর পায়ে পায়ে সমালোচনার বেড়ি পরা। দিন দিন সেটাতে আরও বেশি পেঁচিয়ে তাঁর চলার পথ কঠিন হয়ে যাচ্ছে। তামিমকে আর অটো চয়েস মনে করা হয় না। গত কিছুদিন ধরে তিনি খেলছেন অনেকটা অধিনায়কত্বের জোরে।

অথচ ক্রিকেটে পারফরমার নেতা খুব প্রয়োজন। ‘লিডার’ ভালো না করলে দলের ভালো করা কঠিন হয়ে পড়ে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভাষায়, অধিনায়কত্ব হলো একজন ক্রিকেটারের বাড়তি দায়িত্ব। আগে সে ব্যাটার বা বোলার কিংবা অলরাউন্ডার। তাকে আগে নিজের মূল দায়িত্ব পালন করতে হয়, পরে অধিনায়কের ভূমিকা পালন। তামিম নিজের কারণীয় সেভাবে পালন করতে পারছেন কি?

পরিসংখ্যান বিশ্লেষণ করা হলে তামিমের ফর্ম ভালো যাচ্ছে না। ১১ ইনিংসে বড় রান নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ৫০ ছোঁয়া একটি ইনিংস খেলেছেন খুবই কষ্ট করে। ৮২ বল খেলে ৮৪.১৪ স্ট্রাইকরেটে ৬৯ রান করেছিলেন সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে। দেশ বা বিদেশ কোথাও পুরোনো তামিমকে দেখা যায়নি।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ সিরিজে ৬৯, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬৭ রান করেছিলেন তিনি। এ দুটি সিরিজই ছিল দেশে। ইংল্যান্ডের কার্ডিফে আইরিশদের বিপক্ষে খেলা বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ সিরিজে অধিনায়কের রান ৯০। এই সিরিজের আগে ৯ ম্যাচ খেলে ২২৬ রান করেছেন বাঁহাতি এ ব্যাটার।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে ২১ বল খেলে ১৩ রান করে আউট তিনি। এক প্রকার জোর করেই এ ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক। কারণ, ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট ছিলেন না তিনি। একজন আনফিট ক্রিকেটারকে একান্তই বাধ্য না হলে খেলাতে চান না বিশ্বের কোনো কোচ। চন্ডিকা হাথুরুসিংহেও আগ্রহী ছিলেন না। সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন তামিমের ওপর।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও অধিনায়কের মনোভাব জানতে চেয়েছিলেন, সেখানেও তিনি পরিষ্কার বলে দেন, ম্যাচ খেলবেন। তামিমের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও কোনো কিছুই তামিমকে ম্যাচ খেলা থেকে বিরত করতে পারেনি। তিনি খেলেছেন এবং যথারীতি ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরে গেছেন দলের ভেতরে হতাশা ছড়িয়ে। গতকাল ক্রিজে থাকার সময়টুকুতে খুব বেশি জড়তা ছিল না তামিমের ব্যাটে। ক্ল্যাসিক ড্রাইভ শটে একটি বাউন্ডারিও মেরেছেন। ২০টি বল দেখেশুনে খেলে দিতে পারলেও ২১তম বলে ক্যাচ আউট। এবারও তামিমের উইকেট শিকারি আফগান বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। এ নিয়ে টানা চার ম্যাচে বাঁহাতি এ পেসারের বলে আউট হলেন নিজের হোম ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

২০২২ সালে আফগানদের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচে ফারুকির ভেতরে ঢোকা বলে দু’বার এলবিডব্লিউ ও একটিতে বোল্ড হয়েছিলেন। গতকাল ‘ব্যাক অব লেন্থ ডেলিভারি’ বলে আউট সাইড এইজে ক্যাচ আউট। এখন পর্যন্ত ফারুকির ৪৬টি বল খেলে ২০ রান করতে পেরেছেন তামিম। আফগান বোলারদের বিপক্ষে ৩৪ বছর বয়সী এ ব্যাটার কখনোই খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। ২০১৫ ও ২০১৬ সালে মিরওয়াইস আশরাফের বলে আউট হয়েছিলেন। তিনিও ছিলেন আফগান পেসার। মিরওয়াইস আফগান দলে আর নেই। তবে ফজলহক আছেন এবং থাকবেন। ফিট থাকলে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পেস বিভাগের লিডিং বোলার হবেন তিনি।

ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আবার বাঁহাতি এ বোলারের বল খেলতে হবে তামিমকে। দেশের মানুষকে হয়তো এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আরেকটি অপরিণত ইনিংস এবং বাজে আউট দেখার জন্য। এক উইকেট কম ধরে নিয়ে ধর্মশালার সে ম্যাচ খেলার মানসিক প্রস্তুতি কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নিয়ে ফেলতে পারেন। কারণ, তামিম বিশ্বকাপ খেলবেন অতীত পারফরম্যান্স দিয়ে, হয়তো অধিনায়কও থাকবেন। এই জায়গায় তামিম না হয়ে অন্য কোনো ব্যাটার হলে এতদিনে নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলত বিসিবি। যেমনটা হয়েছে মুশফিকুর রহিম, মুমিনুল হকদের সঙ্গে।

আরও পড়ুন

×