ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বার্সা নয় রিয়ালে যোগ দিচ্ছেন ‘তুর্কি মেসি’

বার্সা নয় রিয়ালে যোগ দিচ্ছেন ‘তুর্কি মেসি’

রিয়ালে যোগ দিচ্ছেন তুরস্কের বিস্ময়বালক আর্দা গুলের। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ০৪:৪২ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ০৪:৪২

লিওনেল মেসির মতো ফরোয়ার্ড নন আর্দা গুলের। তুরস্কের ১৮ বছরের তরুণ খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। তবু তাকে তুলনা করে বলা হয় ‘তুর্কি মেসি’।

বার্সেলোনা মাতিয়ে রেডর্ক ব্যালন ডি অর জয়ী, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী মেসির সঙ্গে তুলনা হওয়া তরুণকে কিনতে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ঝাপিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। 

আর্দা গুলের ক্ষেত্রেও তাই হয়েছে। তাকে কেনার চেষ্টা করেছে আর্সেনাল। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তরুণ এই মিডফিল্ডারকে কিনতে লড়াই করেছে। তবে তরুণ ফুটবলার বাগিয়ে নিতে পটু রিয়াল মাদ্রিদই তাকে পেতে যাচ্ছে। 

‘তুর্কি মেসি’ খেলেন তুরস্কের ক্লাব ফেনেরবেসে। দুই মৌসুম ক্লাবটির হয়ে ৫১ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি। ক্লাবটির প্রেসিডেন্ট আলী কক ইঙ্গিত করেছেন যে, চলতি গ্রীষ্মের দলবদলের মৌসুমেই লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেবেন আর্দা। 

ক্লাবটির প্রেসিডেন্ট বলেছেন, ‘কোন শর্তে আর্দা চলে যাবেন আমি তা পরে জানাবো। আপাতত এইটুকু বলছি যে, আগামী মৌসুমের শুরুতে সে আমাদের সঙ্গে থাকছে না।’ 

সংবাদ মাধ্যম দাবি করেছে, রিয়াল মাদ্রিদ তরুণ এই মিডফিল্ডারকে ২০ মিলিয়ন ইউরো দিয়ে কিনছে। সঙ্গে ২০ শতাংশ এড অন্স, বোনাস ও কর বাবদ দিতে হবে স্প্যানিশ ক্লাবটির। 

আর্দা গুলের বার্সাকে উপেক্ষা করে রিয়ালকে বেছে নেওয়ায় ক্ষুব্ধ ফেনেরবেস। ক্লাব কর্তারা তাকে বার্সার কাছে বিক্রি করতে চেয়েছিল। কারণ বার্সা ধারে পুরো একটি মৌসুম তাকে ফেনেরবেসে রাখতে চেয়েছিল।

আরও পড়ুন

×