ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তাহলে এবার বিশ্বকাপের অধিনায়ক কে

তাহলে এবার বিশ্বকাপের অধিনায়ক কে

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৮:০০

বিশ্বকাপের ঠিক তিন মাস আগে অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত একটু হলেও প্রভাব ফেলবে বাংলাদেশ দলে। কার নেতৃত্ব বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, সেটা একটা ব্যাপার বটে।

কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সমন্বয় করে তামিম ইকবাল একভাবে দল গোছাচ্ছিলেন। নতুন অধিনায়ককে জিনিসগুলো নিয়ে নতুন করে ভাবতে হবে। কোচের সঙ্গে দেনদরবার করতে পারেন– এমন একজন অধিনায়ক না পেলে ভোগান্তি বাড়বে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সাকিব আল হাসানই শেষ ভরসা।

এক যুগ আগে ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজার ডেপুটি ছিলেন। এ ছাড়া গত টি২০ বিশ্বকাপ তো তাঁর নেতৃত্বেই খেলেছে বাংলাদেশ। সেদিক থেকে দেখলে সাকিবই সবচেয়ে যোগ্য প্রার্থী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে।

তবে এ রকম বিতর্কিত মুহূর্তে সাকিব দায়িত্ব নেবেন কিনা, সেটাও একটা ব্যাপার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাই সাকিবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো করবেন।

যদিও বেশ আগে থেকেই বিসিবি কর্মকর্তারা সাকিবকেই বিশ্বকাপ দলের অধিনায়ক করার দাবি জানিয়ে আসছেন। তামিম অবসর নিয়ে সে কাজ সহজ করে দিলেন বিসিবিকে। সে ক্ষেত্রে দল গোছাতে এশিয়া কাপ আর নিউজিল্যান্ড সিরিজ পাবেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

বিশ্বকাপ ভাবনায় সাকিব থাকলেও আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের বাকি দুই ওয়ানডেতে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লিটন কুমার দাস।

আরও পড়ুন

×