ভারতকে নাগালে পেয়েও হারলেন নিগাররা

ভারতের বিপক্ষে ব্যাট হাতে একা লড়াই করেছেন নিগার। ছবি: বিসিবির ফেসবুক থেকে নেওয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ১২:৫৫ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ১২:৫৫
ব্যাট হাতে একা লড়াই করে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু তার ওই লড়াই সাফল্যের মুখ দেখেনি। কারণ লড়াই শেষ করার জন্য যোগ্য সঙ্গী পাননি তিনি। ভারতীয় নারী দলকে ৯৫ রানে আটকেও বাংলাদেশ তাই হারল ৮ রানে।
মঙ্গলবার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিোমে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরতে ব্যাট করতে নামে হারমনপ্রীত কাউরের দল। নিয়মিত উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে একশ’ রানের আগে আটকে যায় তারা।
দলটির হয়ে ওপেনার স্মৃতি মান্দানা ১৩ ও শেফালি ভার্মা ১৯ রান করেন। এরপর মিডল অর্ডারে ধস নামে। ব্যর্থ হয়ে ফিরে যান রদ্রিগুয়েজ, হারমনপ্রীত ও হারলিন দেওলরা। দীপ্তি শর্মা ১০ ও আমানজোট কাউর ১৪ রান করেন।
জবাব দিতে নেমে ঠিক ২০ ওভার খেলে অলআউট হয় বাংলাদেশ নারী দল। তুলতে পারে ৮৭ রান। স্বাগতিকদের হয়ে অধিনায়ক নিগার ষষ্ঠ ব্যাটার হিসেবে ৫৫ বলে ৩৮ রান করে আউট হন। দলের আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি। নিগারকে একজন সঙ্গ দিতে পারলে ভিন্ন হতে পারতো ম্যাচের চিত্র।
বল হাতে এই ম্যাচে ভারতের দিপ্তী ও শেফালি তিনটি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের সালমা খাতুন নেন তিন উইকেট। দুই উইকেট নেন ফাহিমা খাতুন। দুই ম্যাচেই হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ।