কৌশলী তাসকিন

আফগান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরান গুরবাজকে। এর পর এক এক করে আরও দুই উইকেট শিকার করেন তিনি- ইউসুফ আলী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৮:০০
হাতে মানসম্পন্ন কয়েকজন পেসার থাকলে কত সুবিধা! একজন একটু খারাপ করলেই বদলে ফেলা যায়। এই যেমন শেষ ওয়ানডেতে আগুনে বোলিংয়ের কারণে প্রথম টি২০তে জায়গা পেয়েছিলেন শরিফুল ইসলাম। কিন্তু খারাপ করায় দ্বিতীয় টি২০তে তাঁকে আর সুযোগ দেওয়া হয়নি। তাঁর বদলে হাসান মাহমুদকে নামানো হয়। এতে করে প্রতিযোগিতা যেমন বাড়ে, পেসারদের বিশ্রাম দিয়ে তরতাজাও রাখা যায়। পেসারদের নিয়ে বাংলাদেশ দলের এই রোটেশনের কারণে যেন তাসকিন আহমেদের সেরাটা এখন বের হয়ে আসছে। গতকাল আফগানদের অল্পতে বেঁধে রাখতে পারার অন্যতম নায়ক এই পেসার।
তাসকিনের প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না। ৯ বছরের ক্যারিয়ারে ডানহাতি এ পেসার সবচেয়ে বেশি ভুগেছেন ইনজুরিতে। সে সঙ্গে ফর্মহীনতাও রয়েছে। তবে করোনার সেই কঠিন সময়ে ফিটনেস নিয়ে বাড়তি কাজ এবং বোলিং নিয়ে পরিশ্রম করে দারুণভাবে ফিরে আসেন তিনি। তাঁর এ ফেরাটা আরও কার্যকর হয়েছে এক ঝাঁক তরুণ পেসার বের হওয়াতে। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো এক ঝাঁক পেসার রয়েছেন জাতীয় দলের আওতায়। এমনকি মুস্তাফিজের মতো তারকাও এখন ‘অটোচয়েজ’ নন।
তাসকিনের সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে মানসিকতায়। এখন মার খেলেই ভড়কে যান না তিনি। বরং এখন মাঝেমধ্যেই ব্যাটারকে ফাঁদে ফেলতে ইচ্ছা করে আলগা বল দিতেও দেখা যায় তাঁকে। পরক্ষণেই দুরন্ত এক ডেলিভারিতে ব্যাটারকে বিভ্রান্ত করেন তিনি। যেমন গতকাল আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের বিপক্ষে এই কৌশল নিয়েছিলেন। গুরবাজকে ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখে একটু টেনে দিয়েছিলেন তাসকিন। কিন্তু বল ব্যাটের বাইরের কানায় লেগে থার্ডম্যান দিয়ে ছয় হয়ে যায়। তাতে মোটেও ঘাবড়ে যাননি তাসকিন। গুরবাজের এই মানসিকতা দেখে আবার শর্ট অব লেন্থে বল ফেলেন। এবার বল গুরবাজের ব্যাটে লেগে উঠে যায় ওপরে। তিনজন ফিল্ডার ছুটে এলেও তাসকিন নিজেই ক্যাচটি ধরেন। গুরবাজের চড়াও হওয়ার মানসিকতা দেখে একটু টেনে বল ফেলার সুফল হাতেনাতে পেয়ে যান তিনি।
তাসকিনের দ্বিতীয় শিকার হজরতউল্লাহ জাজাই। আফগান ওপেনারকে কিছুটা দ্বিধায় ভুগতে দেখে অফস্টাম্পের বাইরে গুড লেন্থে ক্রমাগত বল ফেলতে থাকেন তাসকিন। সেই ফাঁদে ঠিকই ধরা দেন জাজাই। অফস্টাম্পের বাইরে গুড লেন্থ থেকে লাফিয়ে ওঠা একটি বল খেলবেন, না ছাড়বেন এ করতে গিয়ে খোঁচা দিয়ে বসেন বাঁহাতি এ ওপেনার। সেটা চলে যায় উইকেটকিপার লিটনের গ্লাভসে। শেষ ওভারে করিম জানাতকে সপাটে ব্যাট চালাতে দেখেও ধৈর্য ধরে গুড লেন্থে বল ফেলে গেছেন তিনি। যার পুরস্কার হিসেবে তিন নম্বর উইকেটটি পেয়ে যান তাসকিন।