লক্ষ্য তাড়ায় ভালো শুরু দিয়ে ফিরলেন নাঈম

দলকে ভালো ওপেনিং জুটি দিয়েছেন নাঈম-তামিম। ছবি: ভিডিও থেকে নেওয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৩ | ১৩:৩২ | আপডেট: ২১ জুলাই ২০২৩ | ১৩:৩৭
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতকে নাগালে রেখেছে বাংলাদেশ। ইয়াস ধুলের দলকে ২১১ রানে অলআউট করে ব্যাট হাতে ভালো শুরু করেন দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ তামিম। এরপর আউট হয়েছেন নাঈম।
বাংলাদেশ ইমার্জিং দল ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে। তানজিদ তামিম ৩৬ বলে পাঁচটি চার মেরে করেছেন ৩২ রান। তার সঙ্গী জাকির হাসান। নাঈম ৪০ বলে ছয়টি চারের শটে ৩৮ রান করে ফিরেছেন।
এর আগে ভারত ইমার্জিং দলের হয়ে ওপেনার অভিষেক শর্মা ৩৪ রান করেন। অন্য ওপেনার সাই সুদর্শন করেন ২১ রান। অধিনায়ক ইয়াশ ধুল শেষ ব্যাটার হিসেবে ৬৬ রান করে আউট হন। এছাড়া মানব সুথার ২১ রান করেন।
বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে বল হাতে বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান দুই উইকেট নিয়েছেন। ডানহাতি স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী নিয়েছেন দুই উইকেট। এছাড়া পেসার তানজিম সাকিব দুটি উইকেট দখল করেছেন।
ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শুরুতে ব্যাট করে পাকিস্তান ৩২২ রান তুলেছিল। জবাবে ২৬২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। পাকিস্তান ৬০ রানের জয় পেয়েছে।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- ইমার্জিং এশিয়া কাপ
- নাঈম শেখ