ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

র‌্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার ইতিহাস

র‌্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার ইতিহাস

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ফারজানা (বাঁয়ে) ও নাহিদার। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১১:১৬ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ১১:১৬

আইসিসির ঘোষিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা ২০-এ ঢুকেছেন ওপেনার ফারজানা হক পিংকি ও বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার। 

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেরা ২০-এ ঢুকে ইতিহাস গড়েছেন ফারজানা। নাহিদাও দেশের ইতিহাসের সেরা বোলিং র‌্যাঙ্কিংয়ে ওঠা ক্রিকেটার।  

ফারজানা হক মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাাচে সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ওই কীর্তি তাকে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে দিয়েছেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি উঠেছেন ১৯-এ।   

এর আগে বাংলাদেশের হয়ে সেরা ব্যাটিং র‌্যাঙ্কিং ছিল রুমানার। তিনি ২০১৭ সালে ২৫-এ উঠেছিলেন। বোলিং র‌্যাঙ্কিংয়েও ১৯-এ উঠেছেন নাহিদা। তিনি ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচ টাই করতে বড় ভূমিকা রাখেন। এর আগে বোলিংয়ে সেরা র‌্যাঙ্কিং ছিল সালমা খাতুনের। তিনি ২০ নম্বরে উঠেছিলেন। 

আইসিসির ঘোষিত নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে শীর্ষে আছেন ইংল্যান্ডের নাতালিয়া স্কাইভার। এমনকি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও শীর্ষে আছেন স্কাইভার। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কার চামারি  আতাপাতু। বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সোফিয়া একলেসটন।

আরও পড়ুন

×