টি২০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ১৫:৫০
এ বছর ওয়ানডে বিশ্বকাপ খেলা হচ্ছে না আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের। বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে পারেনি দলগুলো। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে ইউরোপ অঞ্চলের এই দুটি দল।
বৃহস্পতিবার এডিনবার্গে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে জার্মানির বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পরই নিশ্চিত হয় আয়ারল্যান্ডের বিশ্বকাপ টিকিট। অন্যদিকে স্কটল্যান্ড ডেনমার্ককে ৩৩ রানে হারিয়ে জায়গা করে নেয় বিশ্বকাপে।
ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বিশ্বকাপ নিশ্চিত করায় সন্তুষ্ট আইরিশ অধিনায়ক পল স্টার্লিং, 'এটা সত্য, আজকে মাঠ থেকেই আমরা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা খুশি যে, আগামী বছরের বিশ্বকাপ খেলার প্রাথমিক লক্ষ্য পূরণ করতে পেরেছি। আমরা স্কটল্যান্ডে এসেছি একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আর যেভাবে আমরা খেলতে চেয়েছি, আমার মনে হয় আমরা সেটা মাঠে প্রয়োগ করতে পেরেছি।'
আগামী বছরে যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। এর মধ্যে ১২টি দল ঠিক হয়েছে আগেই। স্বাগতিক দুই দল ছাড়া ২০২২ বিশ্বকাপের শীর্ষ ৮টি দল খেলবে সরাসরি। এছাড়া র্যাংকিংয়ের কারণে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আর বিশ্বের পাঁচটি অঞ্চল থেকে খেলবে আট দল। ইউরোপ অঞ্চলে বাছাইপর্ব খেলে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।