কোহলি-রোহিতকে না খেলানোর কারণ জানালেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ০৮:২৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ০৮:২৪
২০১৯ সালের ডিসেম্বরের পর আর ওয়ানডে ম্যাচে ভারতকে আর হারাতে পারেনি উইন্ডিজরা। দীর্ঘ সাড়ে ৩ বছর পরে সেই বাধা কেটেছে। তবে এবার রোহিত শর্মা আর বিরাট কোহলিকে ছাড়া খেলতে নেমে হারের মুখ দেখেছে ভারত।
ক্যারিবিয়ানদের বিপক্ষে হারতেই প্রশ্ন উঠেছে, কেন বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলি ও রোহিত শর্মাকে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। দ্বিতীয় ওয়ানডেতে হেরে দ্রাবিড় জানালেন, 'তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সত্যি বলতে, কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখতে হলে আমাদের সবশেষ সুযোগ এই সিরিজ। আমাদের বেশ কজন ক্রিকেটার চোট নিয়ে লড়ছে জাতীয় ক্রিকেট একাডেমিতে। এশিয়া কাপের আর মাসখানেক বাকি, আমাদের সময় দ্রুত চলে যাচ্ছে। আমরা অবশ্যই আশা করছি, ওরা এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ফিট হয়ে উঠবে। তবে ঝুঁকি নিয়ে অপেক্ষায় থাকতে পারি না আমরা। এজন্যই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একসঙ্গে বিশ্রামের সিদ্ধান্ত।
শনিবার ব্রিজটাউনে ভারতকে ৬ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের বোলিং তোপে ৪০.৫ ওভারে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় উইন্ডিজ বাহিনী।
তিন ম্যাচ সিরিজের বাকি আছে আরও এক ম্যাচ। দুই দলই এক ম্যচ করে জেতায় সিরিজ এখন সমতায়। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় দ্রাবিড়। তবে ভারত কোচ বেশি প্রাধান্য দিতে চান সামনের বড় আসরের চ্যালেঞ্জগুলোকে। দ্রাবিড় বলেন, 'বৃহত্তর ছবিটা সবসময় দেখতে হবে আমাদের। এই মুহূর্তে যখন এশিয়া কাপ ও বিশ্বকাপ এগিয়ে আসছে, এতগুলি ইনজুরি সমস্যা যখন আছে আমাদের, বৃহত্তর ছবিটাই দেখতে হবে আমাদের। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ নয় নিয়ে এতটা উদ্বিগ্ন হলে চলবে না আমাদের। যদি তা করি, তাহলে ভুল হবে।'