নাঈমকে দলে নিয়ে ‘খোঁড়া’ যুক্তি বিসিবির

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার নাঈম শেখ।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ০৬:১৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ০৬:৫৭
ওয়ানডে নেতৃত্ব ছাড়ার সঙ্গে এশিয়া কাপের দল থেকেও নাম প্রত্যাহার করেছেন কোমরের ইনজুরিতে ভোগা তামিম ইকবাল। তার বিকল্প হিসেবে এশিয়া কাপের দলে রাখা হয়েছে দু’জন ওপেনারকে। প্রথমবার দলে ডাক পেয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম। দলে জায়গা ধরে রেখেছেন নাঈম শেখ।
এর মধ্যে নাঈম শেখ সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন। দুই ম্যাচ খেলে ব্যর্থ হন তিনি। ইমার্জিং এশিয়া কাপে পাঠানো হয়েছিল তাকে। রান পাননি সেখানেও। তবু তাকে দলে নেওয়ার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন।
বিসিবির নির্বাচক নান্নু বলেছেন, ‘নাঈম শেখ ডমিস্টিকে যথেষ্ঠ ভালো করেছে। ইমার্জিং এশিয়া কাপে হয়তো ভালো খেলতে পারেনি। তারপরও যেহেতু তার আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, আমরা চিন্তা ভাবনা করেছি যে, ওকে আরেকটি সুযোগ দেওয়া হোক।’
দলে জায়গা পাওয়ার ব্যাখ্যার প্রথম পয়েন্ট- নাঈম ঘরোয়া ক্রিকেটে রান করেছেন। ঘরোয়া ক্রিকেটে রান করার কারণেই আফগানিস্তান সিরিজে ও ইমার্জিং এশিয়া কাপে পাঠানো হয়েছিল তাকে। সেখানে ব্যর্থ হওয়ার পরও ঘরোয়া ক্রিকেটের রান তার এশিয়া কাপে জায়গা পাওয়ার কারণ। ঘরোয়া ক্রিকেটের রান কতদিন বা কয়টা সিরিজ পর্যন্ত কার্যকর থাকে তারও ব্যাখ্যা নির্বাচকরা দিতে পারতেন।
দ্বিতীয়ত পয়েন্ট- আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। নাঈম শেখ পূর্বে টি-২০ খেলেছেন ৩৫টি। ব্যর্থতার কারণে টি-২০ থেকে বাদ পড়েছেন ঠিক এক বছর আগে। চার ওয়ানডের তিন ইনিংসে তার রান ১০। ওই অভিজ্ঞতার কারণে নাঈম শেখের দলে জায়গা প্রাপ্য কিনা কিংবা শুধু আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা একজনের জাতীয় দলে ঢোকার কারণ হতে পারে কিনা তারও ব্যাখ্যা মেলেনি।
শেষটায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সুযোগ দেওয়ার কথা বলেছেন। নাঈমকে আরেকটি সুযোগ দিতে চান তারা। তিনি বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, তাকে (নাঈম) আরেকটি সুযোগ দেওয়া হোক।’ এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। লিটন-সৌম্যরা তো কম সুযোগ পাননি। চার ওয়ানডের ১০ রান দেখেই তাই নাঈমের ‘শেষ’ দেখে ফেলতে চাননি নির্বাচকরা।
ওপেনার নাঈমকে সুযোগ দেওয়ার কথা বললেও তরুণ তানজিদ তামিমকে নিয়ে আত্মবিশ্বাসের কথা বলেছেন প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘তানজিদ তামিমকে নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ওকে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। ইমার্জিং এশিয়া কাপে পারফরম্যান্স করেছে। আশা করছি, সে ভালো করবে।’ এশিয়া কাপে এই দুই ওপেনারকে বিশ্বকাপের জন্য ‘ট্রায়াল’ দেওয়ানো হবে।