যেসব লিগে কোচরা থাকেন ‘দৌড়ের ওপর’

নতুন মৌসুমের জন্য চেলসি পচেত্তিনো (বাঁয়ে), পিএসজি এনরিকে (মধ্যে) ও টটেনহ্যাম এঞ্জেকে নিয়োগ দিয়েছে।
জহির উদ্দিন মিশু
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ০৭:২৫
যেদিন নিয়োগপত্র পান, সেদিন থেকেই তাঁকে ভাবতে হয় যে কোনো সময় চাকরিটা যাবে! এমন অনিশ্চয়তা নিয়ে প্রতিটি ম্যাচের কৌশল সাজাতে হয় একজন ফুটবল কোচকে। আর সেটা যদি হয় প্রিমিয়ার লিগ, তবে তো কথাই নেই। হরহামেশায় যেখানে চলে কোচ ছাঁটাই। একেকটা ক্লাব একটা মৌসুমেই পাঁচ-সাতজন করে কোচ পরিবর্তন করে। গতবারও তার ব্যতিক্রম হয়নি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোচ বদলের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ৩২ জন কোচ পরিবর্তন করেছে ইংল্যান্ডের ক্লাবগুলো। যেখানে আগের পাঁচ মৌসুমে কোচদের চাকরি খাওয়ার হিসাবে লিস্টার সিটি, টটেনহাম ও চেলসি আছে সবার ওপরে। তারা সাতজন করে কোচ পরিবর্তন করেছে। আর লম্বা সময় নিজেদের হারিয়ে খোঁজা ম্যানচেস্টার ইউনাইটেডও কম যাননি। সব মিলিয়ে গেল পাঁচ মৌসুমে রেড ডেভিলসদের ডেরায় পাঁচজন কোচ এসেছেন আবার চলেও গেছেন।
এবারও হয়তো দৌড়টা বন্ধ হবে না। নতুন মৌসুম শুরু হয়েছে ১১ আগস্ট থেকে, তার আগেই দুটি ক্লাবে কোচ বদল। উলভারহ্যাম্পটনে দায়িত্বে থাকা লোপেটেগুই বিদায় নিয়েছেন। তাঁর জায়গায় আনা হয়েছে গ্যারিকে। এ ছাড়া ওয়েস্টহাম ফ্যানটনকে কোচ করার জন্য ময়েজকে ছেঁটে ফেলেছে।

সবে তো শুরু, কেবল গত মৌসুম নয়; আগের বছরগুলোতেও একই দৃশ্য দেখা যায় প্রিমিয়ার লিগে। দীর্ঘ সময় দায়িত্ব পালনের রীতিটা যেন হারাতে বসেছে। শুধু ইংলিশ লিগ নয়, লিগ ওয়ান, লা লিগার কোচরাও এখন চাকরি হারানোর আতঙ্কে থাকেন। গত মৌসুমে কোচ বরখাস্তের পাল্লা বেশ ভারী করে ফরাসি লিগ। তারা মৌসুম চলাকালে এবং মৌসুম শেষে সব মিলিয়ে ২৪ জন কোচ পরিবর্তন করেছে, যেখানে লা লিগার অবস্থান তিনে। তাদের ক্লাবগুলো ২০২২-২৩ মৌসুমে কোচ পরিবর্তন করেছে ১৭ জন।
অবশ্য কোচদের চাকরিটা থাকা না থাকা নির্ভর করে তাদের নিজ নিজ ক্লাবের পারফরম্যান্সের ওপর। অনেকে অবশ্য এক-দুই মৌসুম ক্লাব খারাপ করলেও পছন্দের কোচকে রেখে দেন। যেমনটা রিয়ালে থাকা কার্লো আনচেলত্তির বেলায়ও দেখা যায়। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিততে না পারলেও তার ওপর আস্থা হারায়নি লস ব্লাঙ্কোসরা।
বার্সার কোচ জার্ভি হার্নান্দেজের বেলায়ও একই চিত্র দেখা যায়। যদিও এর পেছনে কারণটা হলো খাদের কিনারা থেকে বার্সাকে জাভি যেভাবে চ্যাম্পিয়ন বানিয়েছেন তাতে ক্লাবটির সাবেক এই কিংবদন্তির কাছে মালিকপক্ষের আর কিছু চাওয়ারও থাকে না। তবে ২০২৩-২৪ মৌসুমটা তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ। যদিও রিয়াল ভালো করলেও আনচেলত্তির আর থাকা হবে না মাদ্রিদে। মৌসুম শেষে ব্রাজিলের কোচ হিসেবে দেখা যাবে এই ইতালিয়ানকে।