ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লাল কার্ডসহ একাধিক জরিমানার নিয়ম সিপিএলে

লাল কার্ডসহ একাধিক জরিমানার নিয়ম সিপিএলে

ক্রিকেটে আসছে রেড কার্ড। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১১:৫৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ১১:৫৭

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) স্লো ওভার রেটের জন্য একাধিক জরিমানার নিয়ম করা হয়েছে। সেখানে ওভার রেট স্লো হলে লাল কার্ড, রান জরিমানা এবং সার্কেলের বাইরে ফিল্ডার কমিয়ে দেওয়ার নিয়ম করা হয়েছে। 

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-২০ লিগকে আরও আকর্ষণীয় করতে এবং খেলার গতি ধরে রাখতে এসব নিয়ম করা হয়েছে বলে জানিয়েছেন সিপিএল পরিচালনা কমিটির পরিচালক মাইকেল হল।

তিনি বলেছেন, ‘প্রতি বছর আমাদের ম্যাচের সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই প্রবণতা কমাতে আমরা যত সম্ভব চেষ্টা করতে চাই। যারা ক্রিকেটের সঙ্গে জড়িত তাদের ম্যাচের গতি ধরে রাখতে সচেষ্ট হওয়া দরকার। ফ্র্যাঞ্চাইজি এবং ম্যাচ অফিসিয়ালদের সাড়ায় আমরা খুবই খুশি। আশা করছি, টুর্নামেন্টে এসব জরিমানা কার্যকর করার দরকার পড়বে না।’ 

সিপিএল কর্তৃপক্ষ প্রতি ইনিংস শেষ করার জন্য ৮৫ মিনিট সময় বেধে দিয়েছে। সেক্ষেত্রে স্লো ওভার রেট গণনা শুরু হবে ১৭তম ওভার থেকে। ফিল্ডিং করা দলকে ৭৫ মিনিট ১৫ সেকেন্ডে ১৭তম ওভার সম্পূর্ণ করতে বলা হয়েছে। সেটা না পারলে ১৮তম ওভারে একজন অতিরিক্ত ক্রিকেটারকে সার্কেলে ঢুকতে হবে। অর্থাৎ সার্কেলে থাকবেন পাঁচজন ক্রিকেটার। 

১৮তম ওভার সম্পূর্ণ করতে বলা হয়েছে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডে। কোন দল ব্যর্থ হলে ৩০ গজ বৃত্তের ভেতরে রাখতে হবে ছয়জন ক্রিকেটার। তেমনি ১৯তম ওভার শেষ করতে হবে ৮০ মিনিট ৪৫ সেকেন্ডে। না পারলে লাল কার্ড দেখানো হবে,  অর্থাৎ অধিনায়কের পছন্দ মতো একজন ফিল্ডারকে শেষ ওভারে মাঠের বাইরে থাকতে হবে। সঙ্গে ছয়জনকে থাকতে হবে বৃত্তে। 

স্লো ওভার রেটের জন্য ব্যাটাররাও দায়ী হতে পারেন। এমনকি স্লো ওভার রেটের সুবিধা নিতে ক্রিজে থাকা ব্যাটাররা সময় নষ্ট করার চুরা পথও বেছে নিতে পারেন। সেজন্য ব্যাটিং করা দলের জন্যও রাখা হয়েছে শাস্তির বিধান। 

সময় নষ্ট করলে থার্ড আম্পায়ারের সিগনাল অনুযায়ী মাঠে থাকা আম্পায়ার তাদের সতর্ক করবেন। তারপরও সময় নষ্ট করলে পাঁচ রান জরিমানা অর্থাৎ মোট সংগ্রহ থেকে কেটে নেওয়া হবে পাঁচ রান। আর স্লো ওভার রেটের পুরো বিষয়টা নজরদারি করবেন এবং সতর্ক করবেন থার্ড আম্পায়ার। মাঠে থাকা ক্রিকেটার ও দর্শকদের বিষয়টি অবহিত করতে বিগ স্ক্রিনেও দেখানো হবে।

আরও পড়ুন

×