ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চুক্তির শর্তগুলো বলে দিয়েছে ফিফা

চুক্তির শর্তগুলো বলে দিয়েছে ফিফা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৮:০০

সাবিনা খাতুনদের দাবিগুলো ছিল গত বছরের সেপ্টেম্বরে সাফ জেতার পর। এর পর কেটে গেছে ১০ মাসের বেশি। নানা আলোচনা-সমালোচনার মধ্যে গতকাল সংবাদ সম্মেলনে জাতীয় নারী দলের ৩১ ফুটবলারের সঙ্গে চুক্তি করে বাফুফে। বেতন-ভাতা বৃদ্ধি, পুরুষ ফুটবলারদের সমান সুযোগ-সুবিধা, পুষ্টিকর খাবার, উন্নতমানের সরঞ্জাম এবং বেশি বেশি ম্যাচ খেলার– মেয়েদের এ দাবিগুলো পূরণের আগে অনেক হিসাবনিকাশ কষতে হয়েছে ফুটবল ফেডারেশনের কর্তাদের।

শুধু আর্থিক বিষয়টিই নয়, শৃঙ্খলার বিষয়টি নিয়ে কাজ করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে বাফুফেকে। কারণ, ফুটবলারদের সঙ্গে চুক্তি হয় শুধু ক্লাবের, কোনো দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে নয়। সেই সমস্যার সমাধানের জন্যই ফিফার দ্বারস্থ হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার গাইডলাইন মেনেই মেয়েদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে বলে বুধবার সমকালকে জানিয়েছেন বাফুফের এক নির্বাহী সদস্য।

মেয়েদের দাবিগুলো যেমন পূরণ করেছে, তেমনি বেশ কিছু শর্তও দিয়েছে ফেডারেশন। চুক্তির সেই শর্তগুলো কী কী, তা বাফুফেকে বলে দিয়েছে ফিফা।

‘মেয়েদের সঙ্গে চুক্তি করার আগে ফিফার কাছে বাফুফে থেকে একটি চিঠি পাঠানো হয়। সবকিছু দেখে ফিফা একটা গাইডলাইন দেয় বাফুফেকে। ফিফা জানায়, খেলোয়াড়দের সঙ্গে চুক্তির বিষয়টি বিশ্বে কোনো ফুটবল ফেডারেশনে নেই। মূলত ক্লাবগুলোতে চুক্তির যে অঙ্গীকারনামা থাকে, সেগুলো অনুসরণ করতেই বলেছে ফিফা। সবকিছু লিখিত আকারে বাফুফেকে পাঠানোর পরই মূলত এটা নিয়ে কাজ শুরু হয়। আর এখন তো বাস্তবায়ন হয়েছে’– বলেন বাফুফের ওই নির্বাহী সদস্য।

অনুমতি ছাড়া অন্য কোথাও খেলতে যেমন পারবে না, তেমনি মিডিয়ার সামনে কথাও বলা নিষেধ সানজিদাদের। আর কেউ চুক্তি ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে বাফুফের ক্যাম্প থেকে বের করার মতো শর্তও আছে চুক্তিতে।

ছয় মাসের চুক্তিতে অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ ফুটবলারের মাসিক বেতনের অঙ্কাটা ৫০ হাজার, ১০ ফুটবলারের ৩০ হাজার, চার ফুটবলারের ২০ এবং দুই ফুটবলারের বেতন ১৫ হাজার টাকা। চুক্তির মেয়াদ শুরু হবে সেপ্টেম্বর থেকে। পারফরম্যান্সের ওপর নির্ভর করছে চুক্তি নবায়ন হবে কিনা। আর প্রতি মাসে বেতন বাবদই মেয়েদের পেছনে ফুটবল ফেডারেশনকে খরচ হবে ১১ লাখ ৬০ হাজার টাকা। ফিফার ফান্ড এবং স্পন্সরদের কাছ থেকে প্রাপ্ত অর্থ থেকে মেয়েদের বেতন দেওয়া হবে বলে জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আরও পড়ুন

×