ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৩ মিনিটে গোল খেয়ে, ৫৮ মিনিটে ১০ জনের দল হয়েও জিতল লিভারপুল

৩ মিনিটে গোল খেয়ে, ৫৮ মিনিটে ১০ জনের দল হয়েও জিতল লিভারপুল

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৬:৩৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১৬:৪১

ম্যাচের ৩ মিনিটেই সবাইকে চমকে দিয়ে লিভারপুলকে দেয় বোর্নমাউথ। আর ৫৮ মিনিটে লাল কার্ড দেখেন লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। তারপরও ১০ জনের দল হয়ে গিয়েও বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল।

ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে বোর্নমাউথকে ৩ মিনিটে এগিয়ে দেন সেমেনিও। বোর্নমাউথের রক্ষণে ক্রমাগত চাপ তৈরি করে যাওয়া লিভারপুলের অবশ্য গোল পেতে বেশি সময় লাগেনি। ২৭ মিনিটে সমতায় ফেরা গোলটি করেন লুইস দিয়াজ। ডান প্রান্ত থেকে দিয়োগো জোতার পাস আরেকজনের গায়ে লেগে আসে দিয়াজের কাছে। বল পেয়ে দারুণ ফ্লিকে সেটি সামনে নিয়ে যান তিনি। এরপর খুব কাছ থেকে বল জালে পাঠান দিয়াজ।


৩৫ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। মোহাম্মদ সালাহর নেওয়া পেনাল্টি প্রথমে ঠেকিয়ে দেন নেতো। কিন্তু ফিরে আসা বল জালে পাঠিয়ে লিভারপুলকে ২-১ গোলে এগিয়ে দেন সালাহ। 

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু ভালো আক্রমণ করে লিভারপুল। কিন্তু আর একটি গোলই দিতে পেরেছে তারা। ৬২ মিনিটে সেই গোলটি করেন জোতা। এর ৪ মিনিট আগে বোর্নমাউথের বক্সে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ম্যাক অ্যালিস্টার।

আরও পড়ুন

×