হাঙ্গেরিতে হিটে প্রথম ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ০৪:০৬
তিন নম্বর হিটে দৌড় শেষ করার পর স্কোরবোর্ডে তাকিয়ে দেখেন সবার ওপরে তাঁর নাম। কিছুটা উচ্ছ্বাস করলেও দ্রুতই স্বাভাবিক হয়ে যান ইমরানুর রহমান। গতকাল হাঙ্গেরির বুদাপোস্টে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে প্রথম হন লন্ডনপ্রবাসী এ অ্যাথলেট।
প্রিলিমিনারি রাউন্ডে নিজের হিটে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ইমরানুর। পরের ধাপে যাওয়া ১১ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হয়েছেন তিনি।
ইমরানুর রহমান ২য় রাউন্ড খেলবেন আজ (১৯/০৮/২০২৩) রাত ১১.৪৩ মিনিটে (বাংলাদেশ সময়)।
- বিষয় :
- ইমরানুর রহমান
- ১০০ মিটার স্প্রিন্ট