লঙ্কা-বাংলার লড়াই, যেমন হতে পারে একাদশ

এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ০৫:০১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ০৮:২৮
আন্ডারডগ থেকে ডার্ক হর্স; সেখান থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইটা এখন সমানে সমান। ফরম্যাট ওয়ানডে হলে কথাই নেই। বাংলাদেশ দলের পিঠে ফেবারিট তকমাও সেঁটে যায়।
গত বছর টি-২০ ফরম্যাটে এশিয়া কাপের সময় শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকা বলেছিলেন, সাকিব-মুস্তাফিজ ছাড়া বিশ্ব মানের বোলার নেই বাংলাদেশের।
সেবার এশিয়া কাপ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এবার ঘরের মাঠে খেললেও সুর নরম করতে হয়েছে শানাকার। বলতে হয়েছে, বাংলাদেশ দলের অনেক বিশ্বমানের খেলোয়াড় আছেন।
বল শ্রীলঙ্কার কোর্টে ঠেলে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিবও। শ্রীলঙ্কা ঘরের খেলার সুবিধা পাবে, তাদের এশিয়া কাপের ইতিহাস ভালো কথাগুলো মনে করিয়ে দিয়ে টাইগার অলরাউন্ডার নিজেদের ওপর থেকে প্রত্যাশার চাপ কমানোর চেষ্টা করেছেন।
তবে অস্বীকার করেননি বোলিং বিভাগে বাংলাদেশ বেশ অভিজ্ঞ। তবে এও জানিয়ে দিয়েছেন, শুধু পেস বোলারদের ওপর নির্ভর করে ম্যাচ জিততে চান না তিনি। খেলতে চান অলরাউন্ড ক্রিকেট।
এশিয়া কাপটাকে ধরা হচ্ছে বিশ্বকাপের মহড়া আসর। কিন্তু দুই দলেই লেগেছে ইনজুরির ধাক্কা। শ্রীলঙ্কার চার বোলার ছিটকে গেছেন। বাংলাদেশের দুই অভিজ্ঞ ওপেনার তামিম-লিটনসহ খেলা হচ্ছে না পেসার এবাদতের। লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে তাই দুই তরুণ তানজিদ তামিম ও নাঈম শেখের পরীক্ষা দিতে হবে।
A night out at Pallekele#BCB | #cricket | #AsiaCup2023 pic.twitter.com/b1FY6IbLFm
— Bangladesh Cricket (@BCBtigers) August 30, 2023
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুশন হেমান্ত, মহেশ থিকসানা, বিনোরা ফার্নান্দো, কাসুন রাজিথা।