ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারত-পাকিস্তান মহারণ

‘বোঝা যাবে কে কত গভীর পানিতে সাঁতরাতে পারে’

‘বোঝা যাবে কে কত গভীর  পানিতে সাঁতরাতে পারে’

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:১৪

আজ বাদে কাল ভারত-পাকিস্তান মহারণ। দামামা না বাজলেও এশিয়া কাপের এই বিগ ম্যাচ নিয়ে হাওয়া বইতে শুরু করেছে। কে এগিয়ে, কে-ই বা পিছিয়ে? দু’দলের শক্তি-দুর্বলতা কেমন, তা নিয়ে সাবেক ক্রিকেটাররা বিশ্লেষণ শুরু করেছেন।

পাকিস্তানের সাবেক ব্যাটার সালমান বাট ও ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন তাদের ইউটিউব চ্যানেলে এই ম্যাচ নিয়ে কথা বলেছেন। স্টার স্পোর্টসকে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া।

তিনি বলেছেন, ’এই ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে অনেক আবেগ আর উত্তেজনা কাজ করে। তবে আমাদের ক্রিকেটারদের কাছে এটা ভালো একটি দলের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার একটা বড় মঞ্চ। একজন ক্রিকেটার হিসেবে আমার কাছে এই ম্যাচটি ওয়ানডের জন্য নিজেকে প্রস্তুত করার একটা চ্যালেঞ্জ।

নিজেকে নিয়ে পান্ডিয়া বলেন, ‘ফরম্যাটের চাহিদামতো নিজেকে তৈরি রাখতে হবে আমাকে। বেশির ভাগ ম্যাচে পরিস্থিতিই ঠিক করে দেয়, কখন কী করতে হবে। আর ভারত-পাকিস্তান ম্যাচে সেই পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করাই আমাদের লক্ষ্য। এ ধরনের ম্যাচে বোঝা যায়, কত গভীর পানিতে আপনি সাঁতার কাটতে পারেন।’

আরও পড়ুন

×