আন্তর্জাতিক ফুটবলকে বিদায় আলবার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের হয়ে ইউরো ও নেশন্স লিগ জয়ী ডিফেন্ডার জর্ডি আলবা। শুক্রবার আলবার অবসরের ঘোষণা আসে।
স্পেনের ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, '৩৪ বছর বয়সে দারুণ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন জর্ডি আলবা। দারুণ এই পথচলার জন্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার প্রতি চির কৃতজ্ঞ। ধন্যবাদ জর্ডি।'
ভ্রমণ জটিলতার কারণেই মূলত অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আলবা। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। আন্তর্জাতিক ফুটবল খেলতে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া লাগত আলবাকে। স্প্যানিশ ডিফেন্ডারকে এখন সেই পথ পাড়ি দিতে হচ্ছে না।
২০১১ সালের অক্টোবরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের জার্সিতে অভিষেক আলবার। জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের ২০১২ ইউরো জয়ী স্কোয়াডের অংশ ছিলেন আলবা। ইতালির বিপক্ষে ফাইনালে ৪-০ গোলের জয়ের ম্যাচে স্কোরও করেছিলেন। তার নেতৃত্বে ২০২৩ সালের জুনে নেশন্স লিগও জিতেছে স্পেন। ফাইনালে স্প্যানিশরা পেনাল্টি শুটআউটে হারায় ক্রোয়েশিয়াকে।
- বিষয় :
- জর্ডি আলবা
- স্পেন ফুটবল
- অবসরে আলবা