বৃষ্টির পেটে ভারত-পাকিস্তান ম্যাচের উচ্ছ্বাস

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৪ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৬
ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই দেখার অপেক্ষা আকাশে ধূমকেতু দেখার মতো। এশিয়া কাপ, বিশ্বকাপ ছাড়া যে লড়াইয়ের আর দেখা মেলে না। বহুল কাঙ্ক্ষিত ওই লড়াই বৃষ্টিতে ভেসে গেলে ভক্তদের মন খারাপ না করে উপায় নেই। ক্যান্ডিতে শনিবার সেটাই হলো। বেরসিক বৃষ্টিতে ভেসে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের সব উচ্ছ্বাস।
এবারের এশিয়া কাপ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আসরের আয়োজক পাকিস্তান। ঘরের মাঠেই এশিয়া কাপের আয়োজন করবে বলে গো ধরে ছিল তারা। ভারতও পরিষ্কার বলে দেয়, পাকিস্তান সফরে যাবে না তারা। এই নিয়ে এক বছর ধরে পিসিবি ও বিসিসিআই কাঁদা ছোড়াছুড়ি করেছে। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এই হুমকিও দিয়েছে পিসিবি।
আসরটি যখন বাতিল হয়ে যাওয়ার পথে এগোচ্ছে তখন হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে সমঝোতায় পৌঁছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় রাখা হয় ভারত-পাকিস্তানের ম্যাচ। যে মহারণে বৃষ্টির বাধা ঠেলে ভারত ব্যাটিং করলেও ইনিংস শুরু করতে পারেনি পাকিস্তান।
ওই একটা ইনিংস কম রোমাঞ্চ ছড়ায়নি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ব্যাটিং নেন। শুরুতে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তার দল। সেখান থেকে পাঁচে নামা ইশান কিষাণ ও হার্ডিক পান্ডিয়া দুর্দান্ত জুটি গড়েন। তারা ১৩৮ রান যোগ করেন। দলকে তুলে নেন তিনশ’ রানের পথে।
ইশান কিষাণ ফিরে যান ৮১ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলে। তার ব্যাট থেকে নয়টি চার ও দুটি ছক্কার শট আসে। এরপর হার্ডিক পান্ডিয়া ৯০ বলে ৮৭ রান করে ফিরলে দ্বিতীয় বিপর্যয়ে পড়ে ভারত। তার ব্যাট থেকে সাতটি চার ও একটি ছক্কার শট আসে। তিনি দলের ২৩৯ রানে আউট হন, ২৪২ রানে ভারত হারায় ৮ উইকেট। সেখান থেকে আর ফিরতে পারেনি দলটি।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তিন পেসার শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও তরুণ নাসিম শাহ। শাহিন শুরুতে রোহিত ও কোহলিকে বোল্ড করেন। পরে তুলে নেন হার্ডিক পান্ডিয়া ও রবিন্দ্র জাদেজাকে। ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচ করেন তিনি। হ্যারিস সাজঘরে ফেরান শুভমন গিল, শ্রেয়াস আয়ার ও ইশানকে। বাকি তিন উইকেট দখল করেন নাসিম। প্রথম ম্যাচে পাকিস্তান নেপালকে হারানোয় সবার আগে সুপার ফোরে উঠে গেছে।