ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আফগানদের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ

ছবি- এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৫৮ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:০০

এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর খাদের কিনারায় বাংলাদেশ। ৫ উইকেটের হারে সুপার ফোরে ওঠার পথটাই কঠিন হয়ে গেছে! মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের টিকে থাকতে হলে আজ আফগানদের বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই। রোববার বেলা সাড়ে তিনটায় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের ময়নাতদন্তে ছোট ছোট বেশ কিছু বিষয় উঠে এসেছে। টস জিতে বোলিং করার উইকেটে শুরুতে কেন অনভিজ্ঞ টপ অর্ডার নিয়েও ব্যাটিং করলেন সাকিবরা। লঙ্কান ডানহাত স্পিনার মহেশ থিকসানা ও ধনাঞ্জয়া ডি সিলভার সামনে কেন একে একে চার বাঁ-হাতি ব্যাটার সপে দেওয়া হলো। স্পিন সহায়ক উইকেটে পার্ট টাইম স্পিন অলরাউন্ডার শেখ মাহেদিকে না নিয়ে পিওর স্পিনার নাসুম আহমেদকে নেওয়া যেত কিনা; এসব প্রশ্ন উঠেছে। 

সাকিব কিংবা হাথুরু, দুজনেই লঙ্কান ম্যাচে হারার কারণ হিসেবে জানিয়েছেন ওপেনিংয়ে অভিজ্ঞতার অভাবের কথা। অভিষেক ম্যাচ খেলেছেন তরুণ তানজিদ তামিম। চার ওয়ানডে খেলা নাঈমও কিছু করতে পারলেন না। টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং ধস নেমেছিল সেদিন। আর তাই আফগানিস্তানের বিপক্ষে আজ টাইগারদের একাদশে পরিবর্তন দেখছেন অনেকে।

ওপেনিং পজিশনে নাঈম শেখের পরিবর্তে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। লিটন ছিটকে যাওয়ায় হুট কওরেই তাকে এশিয়া কাপ দলে ডাকা হয়। এছাড়া যথারীতি ওপেনিংয়ে থাকবেন তানজিদ তামিম। তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা নিশ্চিত।

বরাবরের মত ছয় নম্বরে মুশফিকুর রহিম। আফগানদের বিপক্ষে সাত নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মাহেদী। আটে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। এরপর হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

×