ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সোয়েটেককে হারিয়ে অস্তাপেঙ্কার চমক

সোয়েটেককে হারিয়ে অস্তাপেঙ্কার চমক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৩১

প্রতিপক্ষ শীর্ষ বাছাই এবং ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ইগা সোয়েটেক। র‍্যাঙ্কিংয়ে ২০তম বাছাই জেলেনা অস্তাপেঙ্কা তা নিয়ে ভাবেননি। অপেক্ষাকৃত শক্তিশালীর বিপক্ষে কোর্টে নামার আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। 

সেই আত্মবিশ্বাসের জোরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবারের ইউএস ওপেনে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন অস্তাপেঙ্কা। 

নারী এককের চতুর্থ রাউন্ডে সোয়েটেককে ৩-৬, ৬-৩, ৬-১ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন লাটভিয়ার এ টেনিস তারকা। এ পরাজয়ে ৭৫ সপ্তাহ পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হলো সোয়েটেককে।

আরও পড়ুন

×