সাকিব-বাবরের পর রংপুর রাইডার্সে পুরান

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৩ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বৃহস্পতিবার তারা ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরানের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ফেসবুক পেজে।
এর আগে রংপুর দলে ভিড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা এবং টি-২০ লিগের ফেরিওয়ালা সাকিব আল হাসানকে। তিন ফরম্যাটের জাতীয় দলের এই অধিনায়ক গত বছর ফরচুন বরিশালে খেলেছেন।
এছাড়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজম খেলবেন রংপুর রাইডার্সে। তার সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে রংপুর। বাবর আজমের হাতে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগে খেলার জন্য মোটা অঙ্কের অর্থের প্রস্তাব ছিল। তিনি সেখানে নয় বিপিএলে খেলবেন।
শুধু সাকিব-বাবর-পুরান নয় রংপুর রাইডার্স আরও কিছু তারকা ক্রিকেটারের সঙ্গে এরই মধ্যে চুক্তি করে ফেলেছে। যেমন- ঘরোয়া ক্রিকেটের দারুণ সফল ও জাতীয় দলের র্যাডারে থাকা উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এশিয়া কাপের দলে থাকা শেখ মাহেদিকে কিনেছে তারা।