ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

‘রক্ষণ ভাঙার অস্ত্র নেই’, জাপানে বিধ্বস্ত হয়ে ফ্লিক

‘রক্ষণ ভাঙার অস্ত্র নেই’, জাপানে বিধ্বস্ত হয়ে ফ্লিক

জার্মানির জালে ৪ গোল দিয়ে জিতেছে জাপান। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৪

বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ মানেই জার্মানির জন্য সেরা চারে একটা জায়গা বরাদ্দ রাখতে হতো। দাপুটে ফুটবলে জার্মানরা নিজেদের ওই পর্যায়ে নিয়েছিল। কিন্তু রাশিয়া বিশ্বকাপ থেকেই উল্টো পথে ছুটছে দেশটির ফুটবল। 

রাশিয়া বিশ্বকাপ ও কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় জার্মানি। গত ইউরোতেও ভালো করেনি দলটি। আগামী বছর ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলবে হানসি ফ্লিকের দল। ওই আসরেও দলটির ভালো করা নিয়ে প্রশ্ন উঠে গেছে। 

কারণ কাতার বিশ্বকাপে ২-১ গোলে পরাজিত হওয়া জাপানের বিপক্ষে ঘরের মাঠ উলভসবার্গে শনিবার রাতে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে জার্মানি। ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল জাপান। শেষ সময়ে আরও দুই গোল করে জার্মানির দম্ভ চূর্ণ করেছে সামুরাইরা। 

ওই ম্যাচ শেষে আক্ষেপ করে জার্মানির কোচ হানসি ফ্লিক বলেছেন, রক্ষণ ভাঙার মতো অস্ত্র তাদের হাতে নেই। তবে এও বলেছেন, জার্মানির জন্য তিনিই সঠিক কোচ, ‘আমরা কোচিং স্টাফরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আমার মনে হয়, আমরা ভালোও করছি এবং দলের জন্য আমি সঠিক কোচ। জাপান ভালো দল। কিন্তু তাদের রক্ষণ ভাঙার জন্য আমাদের হাতে যথার্থ অস্ত্র নেই।’ 

এই হার জার্মানির ফুটবলের জন্য ঘুম ভাঙার ডাক বলেও মন্তব্য করেছেন ফ্লিক, ‘আমরা জার্মানির ফুটবলের সঙ্গে যারা আছি, তাদের জেগে ওঠার ডাক পড়েছে। এখন আমাদের ভালো খেলতে হবে এবং ফ্রান্স ম্যাচে উন্নতি দেখাতে হবে।’

আরও পড়ুন

×