ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মোসাদ্দেকের অভিজ্ঞতা কি মূল্যহীন

মোসাদ্দেকের অভিজ্ঞতা কি মূল্যহীন

জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:৩৯

নাঈম শেখ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ থেকে শুরু করে ইমার্জিং এশিয়া কাপ এবং চলমান এশিয়া কাপে নিয়মিত ব্যাটিং ওপেনার তিনি। ব্যর্থতার দিনলিপি লিখে চলেছেন ম্যাচের পর ম্যাচে। এরপরও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে।

আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারিদের দলে নেওয়া হয়েছে সাত নম্বর পজিশনে খেলাতে। এ দুই তরুণের কেউই রানের ফুল ফোটাতে পারেননি। আফিফ, শামীমের ব্যর্থতায় বিশ্বকাপের দল গোছাতে কিছুটা রক্ষণাত্মক কৌশল নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। অন্যদের ব্যর্থতা মাহমুদউল্লাহকে জাতীয় দলে ফেরার সুযোগ করে দিচ্ছে। কিন্তু যে পজিশনের জন্য অভিজ্ঞ এ ব্যাটারকে ভাবা হচ্ছে, তার জায়গা সেটা নয়। আর যে ব্যাটার সাত নম্বর পজিশনে নিয়মিত খেলে ভালো করছেন, সেই মোসাদ্দেক হোসেন সৈকতের কথা ‘বেমালুম’ ভুলে গেছেন নির্বাচকরা।

দেশের ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের সেরা দলের একজন সদস্য ছিলেন মোসাদ্দেক। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলেছেন সাকিবদের সঙ্গে। সাতটি ম্যাচে নিয়মিত সদস্য ছিলেন তিনি। অফস্পিন আর স্লগে ব্যাটিংটা মন্দ করেননি। ২০২২ সালের টি২০ বিশ্বকাপে বাংলাদেশ যে জিম্বাবুয়েকে হারাল, তার কারিগরও মোসাদ্দেক। নুরুল হাসান সোহানের ভুলের পরও স্নায়ু শক্ত রেখে শেষ করেছিলেন ম্যাচটি। এ রকম একজন অলরাউন্ডারকে জাতীয় দলের সীমানার বাইরে রেখে দেওয়া রহস্যজনক!

এমন নয় যে ঢাকা লিগে ভালো খেলেননি তিনি। বরং আবাহনীকে যেভাবে অলরাউন্ড নৈপুণ্য দিয়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে শিরোপা উপহার দিয়েছেন, তাতে চোখ বন্ধ করে সাত নম্বর পজিশনের জন্য বিবেচনা করা যেত তাঁকে। অথচ জাতীয় দলে বিবেচনা না করে এশিয়ান গেমসে পাঠানোর সিদ্ধান্ত ২৭ বছর বয়সী এ ক্রিকেটারকে? নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম ম্যাচ খেলার সুযোগ পেলে মোসাদ্দেক কেন পাবেন না?

বিশ্বকাপের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘৯ জনে তো ছিল। পরিকল্পনায় হয়তো আছে। এ ব্যাপারে নির্বাচকরা ভালো বলতে পারবেন।’ মোসাদ্দেককে বিবেচনায় না রাখার কারণ জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, মোসাদ্দেক একই ধরনের ক্রিকেটার। একসঙ্গে তো তিনজনকে নেওয়া যায় না। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য বিবেচনা করা যেতে পারে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দেখি।’

চন্ডিকা হাথুরুসিংহে কোচ হওয়ার আগে থেকে তিনি জাতীয় দলে নেই। কোচের সামনে নিজেকে মেলে ধরার সুযোগ হয়নি তাঁর। সেখানে ইমার্জিং এশিয়া কাপে ভালো করে জাতীয় দলে জায়গা করে নেন শেখ মেহেদী। কোচের চাওয়া যেখানে পরীক্ষিত এবং অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ খেলা, সেখানে হঠাৎ করে কেন যেন অনভিজ্ঞদের দল বানানোর চেষ্টা? কোচের চাওয়া অভিজ্ঞরা হলে মোসাদ্দেককে কেন একটা সুযোগ দেওয়া হবে না? বিসিবি পরিচালকদের অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে এ প্রশ্ন।

আরও পড়ুন

×