আবারও কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৩১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৩১
বিপিএলের সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির নিয়মিত ক্রিকেটার ইমরুল কায়েস। ভিক্টোরিয়ান্সদের হয়ে চারবার শিরোপাও জিতেছেন। একবার মাশরাফির নেতৃত্বে আর তিন বার নিজের অধিনায়কত্বেই।
অথচ ধরে রাখা চার ক্রিকেটারের তালিকায় এবার ছিল না ইমরুলের নাম! তবে প্লেয়ার্স ড্রাফটে শেষ পর্যন্ত তাকেই দলে নিয়েছে কুমিল্লা।
রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বিপিএলের ড্রাফট। যেখানে দেশি ক্রিকেটারদের তৃতীয় সেটে ডাকা হয়েছে ইমরুল কায়েসকে।
ইমরুলের নাম ঘোষণার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিকে বলতে শোনা গেছে, 'এই কলটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত, কারণ আমরা আমাদের অধিনায়ককে ডাকছি। যিনি আমাদের দলে খেলছেন ২০১৫ সাল থেকে।'