মাহেদীর জোড়া শিকার, লঙ্কানদের তৃতীয় উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৫
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে লঙ্কার বিপক্ষে টস হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। মেহেদী মিরাজের নেতৃত্বাধীন দলটির বিপক্ষে লঙ্কানরা ঝড়ো ব্যাটিংয়ে একশ’ পূর্ণ করে। এরপর দুই উইকেট নিয়েছে বাংলাদেশ। এছাড়া লঙ্কান ওপেনার কুশল পেরেরা কাঁধের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন।
শ্রীলঙ্কা ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রানে ব্যাট করছে। ক্রিজে চারিথা আশালঙ্কার সঙ্গী কুশল মেন্ডিস। সাদিরা সামারাবিক্রমা ২ রান করে সাজঘরে ফিরেছেন। কুশল পেরেরা ২৪ বলে ছয়টি চারের শটে ৩৪ রান করে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলগুলো নির্ধারিত একাদশ নিয়ে নামে না। একজন বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং করলেও তার জায়গায় অন্য কেউ পরবর্তীতে খেলতে পারেন। সাকিব যেমন ইনজুরি শঙ্কার কারণে এই ম্যাচে বোলিং নাও করতে পারেন। তবে ব্যাটিং করার সম্ভাবনা আছে তার।
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলঙ্কা
- প্রস্তুতি ম্যাচ