ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এশিয়ান গেমস

১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে ইমরানুর

১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক, হ্যাংঝু (চীন) থেকে

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩৭

বর্নিল উদ্বোধনে যে মশাল প্রজ্জালন হয়েছে, হ্যাংঝুর অলিম্পিক স্টেডিয়ামে তা জ্বলছে। প্রযুক্তির ছোয়ায় অ্যাথলেটিক্সেও যে ট্র্যাক মিইয়ে গিয়েছিল, সেখানেই কিনা হচ্ছে গতির লড়াই। 

এশিয়ান গেমসের  ট্র্যাক এন্ড ফিল্ডের সেই লড়াইয়ে আজ ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে পাঁচ নাম্বার হিটে দৌড়ানো ইমরান দৌড় শেষ করেন ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে। 

নিজের হিটে তৃতীয় হওয়া এ অ্যাথলেট সবমিলিয়ে ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠেছেন। নিয়মানুযায়ী পাঁচ হিটের সেরা চারজন করে মোট ২০ জনের সঙ্গে সর্বোচ্চ চার টাইমিংধারী খেলবেন সেমিফাইনালে। আগামীকাল বিকেলে তিন হিটে সেমিফাইনালে লড়বেন ইমরান।

আরও পড়ুন

×