ইমরানুরই এখন আশার আলো
-samakal-6517be39d49c0.jpg)
হ্যাংঝু থেকে, সাখাওয়াত হোসেন জয়
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২০
বর্ণিল উদ্বোধনে যে মশাল প্রজ্বালন হয়েছে, হ্যাংঝুর অলিম্পিক স্টেডিয়ামে তা জ্বলছে। প্রযুক্তির ছোঁয়ায় অ্যাথলেটিকসেও যে ট্র্যাক মিইয়ে গিয়েছিল, সেখানেই কিনা হচ্ছে গতির লড়াই। এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সেই লড়াইয়ে গতকাল ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে পাঁচ নম্বর হিটে দৌড়ানো ইমরানুর দৌড় শেষ করেন ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে। নিজের হিটে তৃতীয় হওয়া এ অ্যাথলেট সব মিলিয়ে ১৬তম হয়ে সেমিফাইনালে উঠেছেন। নিয়ম অনুযায়ী পাঁচ হিটের সেরা চারজন করে মোট ২০ জনের সঙ্গে সর্বোচ্চ চার টাইমিংধারী খেলবেন সেমিফাইনালে। আজ বিকেলে তিন হিটে সেমিফাইনালে লড়বেন ইমরানুর।
যে কোনো গেমসের অন্যতম আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্ট। আর প্রবাসী হওয়ায় ইমরানুরের দিকে চোখ ছিল সবার। পাঁচ নম্বর হিটের ৯ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। শুরুতে কিছুটা নার্ভাস ছিলেন তিনি। দৌড়ের জন্য প্রস্তুত হয়েও আবার দাঁড়িয়ে যান। তবে দৌড়ের সময় আর কোনো সমস্যা হয়নি। যখন দেখেছেন হিটে সেরা চারের মধ্যে থাকবেন, তখনই দৌড়ের গতিটা কমিয়ে দেন যুক্তরাজ্যপ্রবাসী এ স্প্রিন্টার। নিজের ক্যারিয়ারসেরা ১০.১১ সেকেন্ডের চেয়ে সময় বেশি নিলেও সেরাটা সেমিফাইনালের জন্য রেখেছেন বলে শুক্রবার ম্যাচ শেষে জানান ইমরানুর, ‘আমার পারফরম্যান্স নিয়ে বলতে হলে যেটা বলব সেমিফাইনালে আরও ভালো করব। আমি মনে করি, ১০.২০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করতে পারলেই ফাইনালে উঠতে পারব।’
এশিয়ান গেমস ইতিহাসে অতীতে হিট থেকে পরের ধাপে যাওয়ার রেকর্ড অনেক আছে বাংলাদেশের। কিন্তু কখনোই সেমিফাইনালের গণ্ডি পার হতে পারেননি কেউই। ইমরানুর এবার সেই স্বপ্ন দেখাচ্ছেন, ‘আমি বিশ্বাস করি, পারব। হ্যাঁ, ফাইনালে উঠতে হলে কী করতে হবে, সেটাও আমি জানি। আর যদি ক্যারিয়ারসেরা টাইমিং করতে পারি, তাহলে অবশ্যই ফাইনালে ওঠা সম্ভব। তা করতে হলে আমাকে আরও দ্রুত দৌড়াতে হবে।’
এবারের এশিয়াডে যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। আশার আলো হয়ে এখন টিকে আছেন আরেক প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান।
কাট বাঁচিয়েছেন গলফার সিদ্দিক
কাট অফ অতিক্রম করেছেন বাংলাদেশের দুই গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন। দ্বিতীয় রাউন্ডে পারের সমান শট খেলেছেন দু’জনই। সিদ্দিক ৭২ শটে দ্বিতীয় রাউন্ড শেষ করেন। দুই রাউন্ড শেষে পারের চেয়ে সাত শট কম খেলেছেন। তাঁর অবস্থান ২৫। অন্যদিকে জামাল প্রথম দিনের পারের চেয়ে এক শট কম ধরে রেখে ৪০ নম্বরে শেষ করেছেন।
সাঁতারে হতাশার সমাপ্তি
পুলে কোনো ইভেন্টেই ঝড় তুলতে পারেননি বাংলাদেশের সাঁতারুরা। গতকাল নারীদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্ট দিয়ে শেষ হয়েছে এশিয়ান গেমসের এই ডিসিপ্লিনে বাংলাদেশের অংশগ্রহণ। সোনিয়া আক্তার হিটে সময় নিয়েছেন ৩১.৭৪ সেকেন্ড। চার নম্বর হিটে এক নম্বর লেনে ছিলেন। সবমিলে চার হিটের ৩১ জনের মধ্যে ২৭তম হয়েছেন সোনিয়া।
- বিষয় :
- এশিয়ান গেমস
- ইমরানুর রহমান