ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিশ্বকাপ থেকে বাদ পড়ে চাহালের ক্ষোভ

বিশ্বকাপ থেকে বাদ পড়ে চাহালের ক্ষোভ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ০৯:১৯ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ০৯:৫৮

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ে আফসোসের চেয়ে 'অভ্যস্ত' শব্দটাই বেশি ব্যবহার করলেন চাহাল। টানা তিন বিশ্বকাপ থেকে বাদ পড়ে এখন আর এসব গায়ে লাগে না তার।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা পারফরম্যান্স করেও বিশ্বকাপে জায়গা হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। আর এবার বিশ্বকাপের দল থেকেও ছাঁটাই হয়েছেন এই লেগ স্পিনার। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার।

চাহাল বলেন, আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে সেটা নিয়ে ভাবলে তো চলবে না। এগিয়ে যেতেই হবে। সত্যি বলতে এই সব ব্যাপারগুলো আমার গা সওয়া হয়ে গেছে! আর তাই ঘরে না বসে থেকে কাউন্টি খেলতে চলে এলাম। কারণ ক্রিকেট খেলাই আমার একমাত্র লক্ষ্য।

চাহাল আরও বলেন, এটা তো বিশ্বকাপ। ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না। তাই বাদ গেলাম। আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে তিনটি আইসিসি ইভেন্ট চোখের সামনে থেকে চলে গেল। পারফরম্যান্স থাকার পরেও তাকে কাপ যুদ্ধের দলে সুযোগ দিলেন না অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। তাই নিজের ক্ষোভও লুকিয়ে রাখতে পারলেন না।

আরও পড়ুন

×