আফগানদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ০৪:০২ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ০৪:৩১
চার বছর অপেক্ষার পর আরও একটি বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। দুই দিন আগে বিশ্বকাপ শুরু হলেও টাইগারদের মিশন শুরু হচ্ছে আজ সকালে। স্বপ্ন পূরণের প্রথম ধাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায় ম্যাচটি শুরু সকাল ১১টায়।
ধর্মশালায় হওয়া ম্যাচটির একাদশ সেখানকার পিচ-উইকেট বিবেচনা করেই ম্যাচের দিন সকালে একাদশ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সবুজ ঘাসে ঢাকা মাঠে স্পোটিং উইকেট থাকতে পারে বলে আশাবাদী তিনি, যেখানে বেশ সহায়তা পাবেন ব্যাটাররা।
কন্ডিশন বিবেচনায় ধারণা করা যায় একাদশ হতে পারে তিন পেসারের। তাসকিন, মুস্তাফিজের সঙ্গে শরিফুল কিংবা হাসান মাহমুদ। আফগানিস্তানের ব্যাটিং বিবেচনায় সাকিব, মেহেদী মিরাজের সঙ্গী হতে পারেন নাসুম আহমেদ। ওপেনিং পজিশনে লিটন, তানজিদ তামিম। পরিস্থিতি বিবেচনায় মেহেদী মিরাজকে দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারের যে কোন পজিশনে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।