ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

২৯ বলে সেঞ্চুরি, ভাঙলেন ডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড

২৯ বলে সেঞ্চুরি, ভাঙলেন ডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড

জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০৯:৩৫ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০৯:৩৫

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলে করা সেঞ্চুরিটিই এতদিন ছিল ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। যা লিস্ট 'এ' ক্রিকেটেরও রেকর্ড ছিল। তবে আজ সে রেকর্ড ভেঙে দিয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। 

রোববার অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে তাসমানিয়ার বিপক্ষে ৩৮ বলে ১২৫ রানের খুনে ইনিংস খেলেন ম্যাকগার্ক। এই ৩৮ বলের মধ্যে ২৩টিতেই বাউন্ডারি মারেন তিনি। যেখানে ছক্কা ১৩টি, চার ১০টি। সেঞ্চুরি করেছেন মাত্র ২৯ বলে। যা 'লিস্ট এ' ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি। অবিশ্বাস্য হলেও সত্যি যে ম্যাকগুর্ক আউট হয়েছেন ইনিংসের ১২তম ওভারে!

এর আগে ১৩ ইনিংস খেলে মাত্র একবার পঞ্চাশোর্ধ্ব রান পেয়েছিলেন তিনি। সেটাও এসেছিল চার বছর আগে ২০১৯ সালে তার অভিষেক ম্যাচে। তার অভিষেক হয়েছিল ভিক্টোরিয়ার হয়ে। ম্যাকগার্কের এমন ব্যাটিংয়ের পরও অবশ্য জিততে পারেনি সাউথ অস্ট্রেলিয়া। ৪৬.৪ ওভারে ৩৯৮ রানে গুটিয়ে যায় তারা।

আরও পড়ুন

×