ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ০৮:০৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ১০:০৪
আফগানিস্তানের বিপক্ষে উড়ন্ত শুরুর পর ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারেন টাইগাররা। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ টসভাগ্যে হেরেছেন সাকিব। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। বাংলাদেশের একাদশে মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম্যাচে ব্যর্থ তরুণ ওপেনার তানজিদ হাসান পেলেন আরেকটি সুযোগ। পেস বিভাগে আগের দুই ম্যাচের মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। চেন্নাইয়ের উইকেটে বাড়তি কোনো স্পিনার নেয়নি বাংলাদেশ। সাকিব ছাড়া স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে মাহমুদউল্লাহকে কাজে লাগাতে পারবেন সাকিব।
অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় আজ ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।