ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এ ম্যাচ না জিতলে কোন ম্যাচ জিতবে শ্রীলঙ্কা

এ ম্যাচ না জিতলে কোন ম্যাচ জিতবে শ্রীলঙ্কা

অনুশীলনে শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ০৩:৪৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৩:৪৯

সময় কত দ্রুত বদলে যায়। ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার সঙ্গে আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের খুব একটা পার্থক্য দেখছেন না অনেকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার পর তো কেউ কেউ ডাচদেরই এগিয়ে রাখছেন। এর পেছনে কারণ, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র শ্রীলঙ্কাই জয়ের দেখা পায়নি। আজ লক্ষ্ণৌতে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই অধরা জয়ের খোঁজে নামছে লঙ্কানরা।

পাঁচ মাস আগে দু’দল যখন সর্বশেষ মুখোমুখি হয়েছিল, তখন পরিস্থিতি এমন ছিল না। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচেই হেসেখেলে নেদারল্যান্ডসকে হারিয়েছিল শ্রীলঙ্কা। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে এখনও কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ডাচরা। দুই দলের পাঁচবারের মোকাবিলায় পাঁচবারই লঙ্কানরা জয়ী হয়েছে। 

তবে এবারের বিশ্বকাপে দারুণ খেলছে ডাচরা। ইউরোপের এ দেশটির টপঅর্ডারের বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান ভালো খেলছেন। আর অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও অলরাউন্ডার বাস ডি লিড দারুণ খেলছেন। তারা বোলিংয়েও ভালো করছে। 

অবশ্য গত তিন ম্যাচ হারলেও শ্রীলঙ্কার ব্যাটিং কিন্তু খুব একটা খারাপ করেনি। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে তিনশর ওপরে রান তুলেছে তারা। কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ভালো হয়নি। শ্রীলঙ্কার চিন্তা আসলে বোলিং নিয়ে। স্পিনাররা ভীষণ সাদামাটা বোলিং করছেন, পেসাররাও জ্বলে উঠতে পারছেন না। ডাচদের বিপক্ষে জিততে হলে লঙ্কান বোলারদের অবশ্যই জ্বলে উঠতে হবে।

আরও পড়ুন

×