ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফিট হলে ওপেনিং করবেন হেড

ফিট হলে ওপেনিং করবেন হেড

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ০৭:৫৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৭:৫৮

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার হয়ে এখনও বিশ্বকাপ শুরু করতে পারেননি ট্রাভিস হেড। তবে ফিট হলে তিনি মাঠে নামবেন এবং টপ অর্ডারে ব্যাটিং করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। 

ট্রাভিস হেডের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করছেন মিশেল মার্শ। তার সঙ্গে খেলছেন অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে মার্শ শুক্রবার দারুণ এক সেঞ্চুরি করেছেন। তারপরও অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচে ওপেনিং পজিশন ছেড়ে দিয়ে মার্শকে তিনে খেলতে হতে পারে। 

বেইলি বলেছেন, ‘অবশ্যই, সে (হেড) ফিরলে টপ অর্ডারে ব্যাট করবে। ওই পজিশনে সে দলের হয়ে দারুণ ক্রিকেট খেলেছে। সেজন্যই সে তার জায়গায় ফিরবে। এরপরই আমরা ঠিক করবো, একাদশ কেমন হবে, কে কোথায় খেলবে।’ 

নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ২৫ অক্টোবরের ম্যাচে ট্রাভিস হেড খেলতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন জর্জ বেইলি, ‘তার ইনজুরিটা ছিল ছয়-আট সপ্তাহের। সে মাঠে ফিরতে সব বক্সে টিক দিয়েছে। অবশ্যই আমরা তাকে নিয়ে ঝুঁকিতে যাবো না।’

ট্রাভিস হেড ওপেনিংয়ে ফিরলে তিনে নেমে যাবেন মিশেল মার্শ। সেক্ষেত্রে তিনে ব্যাটিং করা স্টিভ স্মিথ চারে ব্যাটিং করবেন। বাদ পড়ে যাবেন মার্নাস লাবুশানে।

আরও পড়ুন

×