বাভুমাকে বাদ দিল প্রোটিয়ারা, ইংল্যান্ড একাদশে স্টোকস

ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ০৮:১৯ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৮:১৯
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার হাই-ভোল্টেজ ম্যাচে চমক দিয়েছে দক্ষিণ আফ্রিকা। একাদশ থেকে বাদ দিয়েছে অধিনায়ক টেম্বা বাভুমাকে। যদিও নেতৃত্বভার পাওয়া এইডেন মার্করাম জানিয়েছেন, বাভুমা অসুস্থ। তার জায়গায় দক্ষিণ আফ্রিকার একাদশে ঢুকেছেন মারকুটে ব্যাটার রেজা হেনড্রিকস।
অন্যদিক ইংল্যান্ড তাদের একাদশে ফিরিয়েছেন বেন স্টোকসকে। অবসর ভেঙে বিশ্বকাপে ফিরলেও ইনজুরির কারণে গত তিন ম্যাচে তার খেলা হয়নি। দুই হারে ব্যাকফুটে থাকা ইংল্যান্ড স্যাম কারেনকে বাদ দিয়ে স্টোকসকে নিয়েছে। দলটির অধিনায়ক জস বাটলার শুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের এবারের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে। বড় এই ম্যাচের আগে ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রেসি ফন ডার ডুসন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোয়েটজে, কেশব মাহরেজ, কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি।
ইংল্যান্ডের একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস আটকিনসন, মার্ক উড, রিচ টপলে।