ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশের বিপক্ষে খেলবেন বাভুমা?

বাংলাদেশের বিপক্ষে খেলবেন বাভুমা?

বাংলাদেশ ম্যাচের আগে অনুশীলনে বাভুমা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৪:৪৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৪:৪৭

দক্ষিণ আফ্রিকার নেতৃত্বভার নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসা টেম্বা বাভুমা ব্যাট হাতে রান পাচ্ছিলেন না। তিন ম্যাচে ব্যর্থতার পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না তিনি। তাকে বিশ্রাম দেওয়ার কারণ হিসেবে অসুস্থতার কথা উল্লেখ করেন ওই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া এইডেন মার্করাম। 

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে অধিনায়ক বাভুমা ফিরবেন কিনা তা নিয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসা মার্করাম। 

এমনকি বাভুমার অসুস্থতা নিয়েও পরিষ্কার বার্তা দেওয়া হয়নি। বাভুমা কী ধরনের অসুস্থতায় ভুগছেন, এখন তার শারীরিক অবস্থা কী এসব নিয়ে পরিষ্কার না করায় দক্ষিণ আফ্রিকার এই ওপেনার অসুস্থ নাকি অফ ফর্মের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বিষয়টি পরিষ্কার নয়। 

সোমবার মার্করাম যেমন বাভুমাকে নিয়ে করা প্রশ্নের জবাবে জানিয়েছেন, অবশ্যই তার উন্নতি হয়েছে, তবে আগামী ম্যাচে খেলবেন কিনা এই বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি (টিম ম্যানেজমেন্ট)। বাংলাদেশ ম্যাচের আগে অবশ্য বাভুমা নেটে ব্যাটিং অনুশীলন করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে বাভুমার জায়গায় প্রোটিয়াদের হয়ে ওপেনিংয়ে খেলে ৭৫ বলে নয়টি চার ও তিন ছক্কায় ৮৫ রান করেছিলেন রেজা হেনড্রিকস।

আরও পড়ুন

×