কোহলিতে বদলে গেল সংজ্ঞা
-samakal-653739296bacc.jpg)
সুমন মেহেদী
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ০৩:২৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ০৩:২৫
পাঁচ-সাতে ব্যাটিং করতে নামবেন। ২৫-৩০টি বল খেলে দলের প্রয়োজনে ঝড় তুলে ইনিংস শেষ করবেন। কখনও দল বিপদে পড়লে উইকেট আঁকড়ে থাকবেন। ব্যাটিং দৃঢ়তায় ইনিংসের ইতি টানবেন। ক্রিকেটে ‘ফিনিশার’ শব্দের সংজ্ঞা এমনটাই দাঁড়িয়ে গেছে। তিনে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি যেন ওই সংজ্ঞা বদলে দিয়েছেন। ভারতের টি২০ ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীর অন্তত তেমনটাই মনে করেন।
গম্ভীরের মতে, শেষ বলটার সেরা শেষ যিনি টানবেন কিংবা শেষ রানটা তুলতে সেরা ভূমিকা যিনি রাখবেন, তিনিই ফিনিশার। চলতি বিশ্বকাপে ম্যাচের শেষ টানায় কোহলির চেয়ে ধারাবাহিক ভালো কেউ কি খেলেছেন? অস্ট্রেলিয়ার ২০০ রান তাড়ায় ২ রানে ৩ উইকেট হারানো ভারতকে ৮৫ রানের ইনিংস খেলে জিতিয়েছেন কোহলি। আফগানদের বিপক্ষে হার না মানা ফিফটিতে ম্যাচ শেষ করেছেন। বাংলাদেশের বিপক্ষে ছক্কা মেরে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষেও রোববার ছক্কা মেরে সেঞ্চুরি আর ম্যাচ জেতাতে গিয়ে ৯৫ রানে আউট হয়েছেন। তাতে ‘কিং কোহলির’ মহিমা কমেনি, দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলা যায়নি।
ওই কোহলিকে তাই সময়ের সেরা ফিনিশার অ্যাখ্যা দিয়েছেন গম্ভীর, ‘আমি বুঝি না, ফিনিশার তকমা কেন পাঁচ-সাতে নামা ব্যাটারকে দেওয়া হয়! একজন ওপেনারও ফিনিশার হতে পারেন, ১১ নম্বরে ব্যাট করেও ফিনিশার হতে পারেন। ওই হিসেবে বিরাট কোহলি যত ম্যাচ জিতিয়েছেন, তাঁর চেয়ে ভালো ফিনিশার কেউ হতে পারে না। সুতরাং পাঁচ-সাতে খেলা ব্যাটারকেই ফিনিশার বলা বন্ধ করুন। যিনি শেষ রান করবেন, তিনিই ফিনিশার।’
ওই ফিনিশার কোহলিতে মুগ্ধ হয়েছেন ভারত-পাকিস্তানের সাবেক কিংবদন্তিরা। শচীনের মতে, আগ্রাসনের সঙ্গে চতুরতা; কোহলির রান তাড়া দেখার মতো ছিল।’ ইরফান পাঠান টুইট করেছেন, ‘একদিকে বিশ্বের সব ব্যাটার, অন্যদিকে বিরাট। সে সবার চেয়ে এগিয়ে।’ শেহবাগ টুইটে লিখেছেন, ‘অসাধারণ জয়। কিং কোহলি রাজকীয়ভাবে শেষ টেনেছে।’ আর কোহলির মহিমা বর্ণনায় ভাষা হারিয়ে ফেলা শোয়েব আখতার বলেছেন, ‘খুব করে চাইছিলাম সেঞ্চুরি করুক। শচীনকে ছুঁয়ে ফেলুক।’ পাকিস্তানের ওয়াসিম আকরাম তাঁকে রানওয়েতে ব্রেক ফেল করা রান মেশিন বলেছেন।