আরও দুই ম্যাচে নেই পান্ডিয়া

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ১০:৪৮
সাদা বলের ক্রিকেটে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য হার্ডিক পান্ডিয়া। ছয় নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি মিডল ওভারে বোলিংটাও করেন দারুণ। তাকে ছাড়া ভারতের দলে ভারসাম্য রাখা কঠিন হয়। এক পান্ডিয়া ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ড ম্যাচের একাদশে দুই পরির্বতন আনতে হয়েছে ভারতের।
বিশ্বকাপ মিশনে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য পান্ডিয়া আরও দুই ম্যাচে খেলতে পারবেন না। আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। এরপর ২ নভেম্বর মুম্বাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ওই দুই ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়া পান্ডিয়াকে পাওয়া যাবে না বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির একটি সূত্র।
এমনকি ইংল্যান্ড ম্যাচের আগে দলেও যোগ দেবেন না ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা ডানহাতি পেস অলরাউন্ডার। তবে উন্নতি হলে মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। সেটাও সম্ভব না হলে ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে কলকাতায় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।
পান্ডিয়ার ইনজুরি নিয়ে সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পান্ডিয়া এখনও চিকিৎসা নেওয়ার পর্যায়ে আছেন। তার বাঁ-পায়ের ব্যথা পাওয়া স্থানের ফোলা অনেকটা কমে গেছে। তবে বোলিং শুরু করতে পারেননি। আগামী সপ্তাহের শুরুতে বোলিংয়ে ফিরতে পারেন তিনি। আগে তাকে ইনজুরি থেকে সেরে ওঠার সময় দিতে হবে।
এর আগে বাংলাদেশের বিপক্ষে পুনেতে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন হার্ডিক পান্ডিয়া। মাত্র ৩টা বল করেই মাঠ ছাড়তে হয় তাকে। বিসিসিআই-এর একটি সূত্র তার ইনজুরি নিয়ে জানিয়েছিল- পান্ডিয়ার গোড়ালি মচকে গেছে। এর মধ্যে ভালো খবর হচ্ছে, চিড় ধরা পড়েনি। দুই-তিন ম্যাচ তাকে নাও পাওয়া যেতে পারে। মেডিকেল টিম তাকে নিয়ে খুবই সতর্ক। গ্রুপ পর্বে সম্ভব না হলে ম্যানেজমেন্ট নক আউটে পূর্ণ ফিট পান্ডিয়াকে চায়।