ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে খেলবেন বাভুমা?

পাকিস্তানের বিপক্ষে খেলবেন বাভুমা?

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ০৭:২৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ০৭:২৪

অসুস্থতার কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার ওপেনার ও অধিনায়ক টেম্বা বাভুমা। ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি। 

শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বিধ্বংসী ক্রিকেট খেলে চার ম্যাচের তিনটিকে জয় তুলে নেওয়া প্রোটিয়ারা। চেন্নাইয়ে ওই ম্যাচে দলের নেতৃত্বে ফিরতে পারেন বাভুমা। সেক্ষেত্রে রেজা হেনড্রিকসের জায়গায় খেলবেন তিনি। 

বাভুমা শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন। খেলবেন কিনা নিশ্চিত না করলেও তার সংবাদ সম্মেলনে আসার অর্থ তিনি খেলার জন্য প্রস্তুত। এছাড়া উইকেট বিবেচনা করে প্রোটিয়ারা এই ম্যাচে বাঁ-হাতি লেগ স্পিনার তাবরেজ শামসিকে একাদশে ফেরাতে পারে। 

দুই জয়ের পর টানা তিন ম্যাচে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নে ধাক্কা লাগা পাকিস্তানের একাদশেও আসতে পারে পরিবর্তন। নতুন বলে বোলিং করার চিন্তায় হাসান আলীর জায়গায় ওয়াসিম জুনিয়র একাদশে ঢুকতে পারেন। 

আরও পড়ুন

×