ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

টাইগারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন হার্শা

টাইগারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন হার্শা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৮:৫৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০৮:৫৮

ভারতে চলতি বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে টাইগার শিবির। কিন্তু পরে টানা ৫ ম্যাচে হার যার শেষটা আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে। এমন হারের ব্যাখ্যা নেই টাইগারদের কাছে।

সাকিবদের এমন বাজে পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেটারদের সামর্থ্য নিয়েও। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশের ভক্তদের কাছে জানতে চেয়েছেন, সাকিব, তামিম, মুশফিকদের ব্যাচের পর আর কতজন বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে বাংলাদেশ?

হার্শার প্রশ্নটি যদিও অবান্তর নয়। সাকিবদের ওই ব্যাচের পর আসলেই বিশ্বমানের ক্রিকেটার তৈরি করতে পারেনি বাংলাদেশ। তাদের বাইরে মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে টাইগার ক্রিকেটে গড়ে ওঠেছিল পঞ্চপান্ডব। যাদের ছাড়া টাইগার ক্রিকেটের বেহাল দশা নিয়ে কম আলোচনা হয়নি। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের প্রতিভা থাকলেও, তাদের বিশ্বমানের বলতে নারাজ এই ক্রিকেট বিশ্লেষক।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে দুটি অর্ধশতক করেছেন লিটন। যদিও এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় ভরসা ছিলেন তিনি। শান্তও এবারের বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ। আফগানিস্তানের বিপক্ষে ফিফটি করলেও পরের ৫ ম্যাচের একটিতেও ১০ রান পার করতে পারেননি তিনি। মিরাজও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

আরও পড়ুন

×