ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশকে হারিয়ে 'বড় দেশের' মর্যাদা চায় নেদারল্যান্ডস

বাংলাদেশকে হারিয়ে 'বড় দেশের' মর্যাদা চায় নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৯:৫৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০৯:৫৫

শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে নেদারল্যান্ডস। তবে গতকাল বাংলাদেশকে  ৮৭ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে আরো একটি জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ড। রাউন্ড রবিন লিগ পর্বের দ্বিতীয় জয়ে এবার সেমিফাইনাল খেলার স্বপ্ন বুনছে নেদারল্যান্ডস। এই জয়ের পর নেদারল্যান্ডসকে এখন থেকে 'বড় দেশের' মর্যাদা দেয়ার দাবী করেছেন ডাচ অল-রাউন্ডার বাস ডি লিড।

ডাচ এই অলরাউন্ডার বলেন, 'আমরা চেষ্টা করেছি। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দৃষ্টি আকর্ষণও সম্ভব হয়েছে বলে আমি মনে করি, ভবিষ্যতে যাতে নেদারল্যান্ডসকেও একটি বড় দেশ হিসেবে বিবেচনা করা হয়।'

ডি লিড আরো বলেন, 'আমি মনে করি বিশ্বকাপের প্রতিটি জয়ই বড়। এটা কার্যত নেদারল্যান্ডসের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যাবে। ঘরে ফিরে আমরা যেন এর মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করতে পারি।'

এই জয় নেদারল্যান্ডস কিভাবে উদযাপন করবে এমন প্রশ্নের উত্তরে ডি লিড বলেছেন, 'কোন উত্তেজনাকর কিছু নয়। কেউ কেউ ড্রেসিং রুমেই হয়তো উদযাপনের উৎস খুঁজে নিবে। আমরা একসাথে দলীয় সঙ্গীত গাইবো।'

ছয় ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে নেদারল্যান্ডস। পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা চার দলেরই ৪ পয়েন্ট করে। বাকি তিন ম্যাচে শতভাগ জয় পেলে ১০ পয়েন্ট হবে কমলাদের। তাতে সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা টিকে থাকবে তাদের। অবশ্য সেজন্য অন্য দলগুলোর ফলাফলের উপরও নজর রাখতে হবে।

ডি লিড বলেন, 'আমি মনে করি সেমিফাইনাল পজিশন অন্যদের উপরও নির্ভর করছে। তারপরও আমাদের নিজেদের স্বাভাবিক খেলা চালিয়ে যেতে হবে। যতটা সম্ভব ম্যাচ জয় করে দেশে ফেরাই আমাদের মূল লক্ষ্য। এবারের বিশ্বকাপে অন্তত দুটি ম্যাচে আমরা প্রত্যাশানুযায়ী খেলতে পারিনি। কিন্তু আজ (গতকাল) আবারো জয়ের ধারায় ফিরেছি। আগামী তিন ম্যাচেও যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যায়না।'

আগামী ৩ নভেম্বর লখনৌতে আফগানিস্তান, ৮ নভেম্বর পুনেতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারতের মোকাবেলা করবে নেদারল্যান্ডস।

আরও পড়ুন

×