বোর্ডের সঙ্গে বাবরদের দূরত্ব

ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১১:৫৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১১:৫৯
একেই বলে ‘মুখে মধু অন্তরে বিষ’। মুখে মুখে পাকিস্তান দলকে সমর্থন দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবৃতি দিয়ে বাবর-রিজওয়ানদের পাশে থাকার ‘অভিনয়’ করছে। কিন্তু বাস্তবে বোর্ড নাকি দলের পাশে নেই। বিপদে তাদের ভরসা না দিয়ে কেবল দায় সারছে। বিশ্বকাপ খেলা এক ক্রিকেটার আক্ষেপ করে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তানকে এসব বলেছেন।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা চারটিতে হেরেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে দলে ‘ভাঙনের সুর’ এমন খবর ছড়িয়েছে। বাবর-শাহিন-হাসানদের মধ্যে দ্বন্দ্ব এমন গুঞ্জনে বোর্ডের সমর্থন চেয়েছিলেন ক্রিকেটাররা। টিম ম্যানেজারকে বিষয়টি জানালে একটা বিবৃতি ছাড়া কোন পদক্ষেপ নেয়নি বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে হারের পরও বিবৃতি ছাড়া বোর্ডের কোন সমর্থন পাননি পাকিস্তানের ক্রিকেটাররা।
এক ক্রিকেটার আক্ষেপ করে বলেছেন, ‘হারলে সমালোচনা হবে। এটা স্বাভাবিক। আমরা অবাক হয়েছি বোর্ডের আচরণে। যেভাবে আমাদের সমর্থন দেওয়া উচিত তারা দেননি। দলে অন্তঃকোন্দলের গুজবে বোর্ডকে পাশে চাইলে শুধু একটা বিবৃতি দিয়েছে। আমরা চেয়েছিলাম সত্যটা বাইরে আসুক। সত্যি বলতে, টিম মিটিংয়ে অনেক দুশ্চিন্তার কথা উঠেছিল। কিন্তু কোন দ্বন্দ্ব হয়নি।’
অভিযোগ পিসিবির ক্রিকেট কমিটির প্রধান মিসবাহ উল হকও নিজেকে দল থেকে দূরে রেখেছেন। যাতে দলের ব্যর্থতার ভাগ নিতে না হয়। ওই ক্রিকেটার বলেছেন, ‘মিসবাহ দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। যাতে সব দায় ক্রিকেটারদের দেওয়া যায়। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে, বোর্ডের সঙ্গে আমাদের লড়াই চলছে। অথচ আমরা দারুণ প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে এসেছিলাম।’
বোর্ডের সঙ্গে দূরত্ব, বিশ্বকাপে পাকিস্তানের বাজে ক্রিকেটের মধ্যে নতুন খবর দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। পিটিভি স্পোর্টসকে তিনি বলেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটাররা বেতন পাচ্ছেন না। ভারত থেকে বাবর পিসিবি চেয়ারম্যানকে (জাকা আশরাফ) ফোন কল ও ম্যাসেজ করেছিলেন। চেয়ারম্যান ফোন ধরেননি, ম্যাসেজেরও উত্তর দেননি। এই দলের থেকে আমরা কী প্রত্যাশা করতে পারি!’ যদিও পিসিবি বিবৃতি দিয়ে বেতন ও বাবরের ফোন কলে উত্তর না দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।