ঝুঁকির মুখে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন

কলকাতা থেকে, সেকান্দার আলী
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১৮:০০
বিশ্বকাপের শুরু থেকে নাটকের পর নাটক অবতারণা করে গেছে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব আল হাসান টিম রুলস জারি করে ক্রিকেটারদের বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে গেছেন। কোচিং স্টাফ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদকেও মেনে চলতে হয়েছে অধিনায়কের রুলস। এভাবে জনবিচ্ছিন্ন থেকে কোনো লাভ হয়নি বাংলাদেশের। বরং হারের বৃত্তে ঘুরপাক খেতে খেতে লজ্জাবনত হওয়ার জোগাড়। অধিনায়ক সাকিব নিজেও শনিবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্বীকার করে নেন, বিশ্বকাপে এত বাজে ফল হতে পারে, কল্পনাও করেননি। সাকিবের দৃষ্টিতে এটিই সবচেয়ে বাজে বিশ্বকাপ বাংলাদেশের। যদিও শেষের তিন ম্যাচ থেকে অন্তত দুটি জিততে পারলে এ অপবাদ থেকে বেরিয়ে আসার সুযোগ থাকবে। বিশ্বকাপে সাকিবের এখন একটাই লক্ষ্য, সেরা আটে থেকে টুর্নামেন্ট শেষ করা। কারণ, পাকিস্তানসহ সেরা ৮ দল নিয়ে হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।
বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ অনুসন্ধান করা হলে ব্যাটারদের দুর্বলতা চোখে পড়বে সবার আগে।
এশিয়া কাপ থেকেই টপঅর্ডার ব্যাটাররা রান পাচ্ছেন না। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সেঞ্চুরি বাদ দিলে চরম খারাপ সময় পার করছেন টপঅর্ডার ব্যাটাররা। দেশ ছাড়ার আগে একটি বেসরকারি টেলিভিশনকে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন– বিশ্বকাপে নায়ক হবেন লিটন। ডানহাতি এ ওপেনারকে নিয়ে অধিনায়ক উচ্চধারণা পোষণ করলেও ধারাবাহিক নন তিনি। বিশেষ করে এক দিনের ক্রিকেটে নিজেকে নির্ভরযোগ্য প্রমাণ করতে পারেননি। শান্তকে মনে করা হচ্ছিল বিশ্বকাপে দলের বাজির ঘোড়া। অথচ তিনি এখন দলের বোঝা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাকি পাঁচ ম্যাচের কোথাও নেই তিনি। বিপিএল দিয়ে উত্থান ঘটা তাওহিদ হৃদয় ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করে বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও বড় দলের বিপক্ষে ব্যর্থ। যাঁকে চার নম্বরে খেলাতে কোচ চন্ডিকা হাথুরুসিংহে মুশফিকুর রহিমকে ছয় নম্বরে ঠেলে দিয়েছিলেন, সেই হৃদয়ের ঠিকানা এখন রিজার্ভ বেঞ্চে। চার নম্বরে খেলা সাকিবও ফ্লপ। মুশফিক-মাহমুদউল্লাহ কিছু রান পেলেও তা দলের উপকারে আসছে না পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও গতকাল এ নিয়ে কথা বলেন, ‘একটি দলের সবাই একসঙ্গে ভালো খেলে না। এটা সব দলের ক্ষেত্রেই। দুঃখজনক হলো এবার দেখছি আমাদের প্রথম দিকের চার-পাঁচজন রান পাচ্ছে না। আগে কখনও বাংলাদেশ দলে এটা দেখিনি। যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত।’নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন সাকিব। স্বপ্ন দেখেছিলেন শেষ চার ম্যাচ জিতে লড়াই জমিয়ে দেবেন। ডাচদের কাছে হেরে কাটা পড়েছে সব স্বপ্ন। সাকিবের লক্ষ্য এখন পাকিস্তানকে সঙ্গে নিয়ে সেরা ৮-এ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। কারণ ২০২৫ সালে ৮ দলের ওই টুর্নামেন্ট দিয়ে এক দিনের ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান তিনি। বাংলাদেশ দল বিশ্বকাপে যে পারফরম্যান্স করছে, তাতে করে সাকিবের সে স্বপ্ন পূরণ নাও হতে পারে। কারণ বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শেষ দুই দলের একটি বাংলাদেশ। নেদারল্যান্ডস ও আফগানিস্তান ৪ পয়েন্ট করে নিয়ে অষ্টম ও সপ্তম স্থানে। রান রেটে এগিয়ে থাকা পাকিস্তান, শ্রীলঙ্কা ষষ্ঠ আর পঞ্চম স্থানে থাকলে নিচে নেমে যেতে পারে বাংলাদেশের কাছে হেরে।
- বিষয় :
- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন
- সাকিব