স্টোকসের পর রুটও আইপিএল থেকে সরে দাঁড়ালেন

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ১২:১৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ১৩:৪৫
শেষ মুহূর্তে এসে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ইংলিশ অলরাউন্ডার জো রুট। এর আগে কাজের চাপ ও ফিটনেস ইস্যুতে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২০২৪ আইপিএল খেলবেন না তিনি, তাই নিলামের ড্রাফট থেকেও নাম তুলে নিলেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
রোববার শেষ হবে রিটেনশন পর্ব। এর আগেই রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা আইপিএলে জো রুটের অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রুটের সরে যাওয়ার বিষয়ে তাকে সম্মান জানিয়ে বিবৃতিতে রাজস্থান ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার সময়ে জো (রুট) আগামী আইপিএলে না খেলার কথা জানিয়েছে। খুব অল্প সময়েই জো ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের কাছে আপন হয়ে উঠেছিল। তাকে আমরা মিস করবো। তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’
গত ২০২৩ মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় রুটের। ওই আসরে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন এই ইংলিশ তারকা। এক ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১০ রান। বল হাতে ২ ওভার করে কোনো উইকেট পাননি তিনি। খরচ করেছেন ১৩ রান।