ঢাকা টেস্টেও কি এক পেসার

মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে বাংলাদেশ দলের তিন পেসার। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ২১:২২
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের নতুন মেয়াদে মিরপুরে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। ওই দুই টেস্টেই বাংলাদেশের একাদশে ছিলেন তিন পেসার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও কি ঢাকা টেস্টের একাদশে একাধিক পেসার থাকবেন নাকি সিলেট টেস্টের মতো এক পেসার নিয়ে নামবে বাংলাদেশ?
অবধারিত প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন কোচ হাথুরুসিংহে। প্রথমে বলেছেন, একাদশ নিয়ে বেশি তথ্য তিনি দিতে চান না। পরে অবশ্য জানিয়েছেন, মিরপুরের তখনকার কন্ডিশন আর এখনকার কন্ডিশন এক নয়। কিউইদের বিপক্ষে কন্ডিশন বুঝেই একাদশ ঠিক করবেন তারা।
শীতের আগমনী বার্তা আসা নগরে মিরপুর স্টেডিয়ামে পেস বান্ধব উইকেট তৈরি সহজ নয়। এমনকি ব্যাটিং বান্ধব উইকেট তৈরি করলেও দু’দিন পরে তা ফেঁটে যাওয়া স্বাভাবিক। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের প্রত্যাশা তো আছেই। আবহাওয়া আর টিম ম্যানেজমেন্টের চাওয়া মিলিয়ে মিরপুরের উইকেট তাই স্পিন বান্ধব হওয়ার সম্ভাবনা বেশি।
বুধবার শুরু হওয়া টেস্টে বাংলাদেশ দল তাই সিলেট টেস্টের মতো তিন স্পিনার ও এক পেসার নিয়ে নামতে পারে। তবে সিলেট টেস্টে খেলা স্পিনার নাঈম হাসান আঙুলের চোট কাটিয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। বিসিবি সূত্রে জানা গেছে, নাঈমের আঙুলে চিড় ধরা পড়েনি বা সেলাই লাগেনি। তার খেলার সম্ভাবনাই তাই বেশি।
বাংলাদেশ সিলেট টেস্টে সাত ব্যাটার নিয়ে খেলেছে। ঢাকা টেস্টেও মাহমুদুল জয়-জাকির হাসান ওপেনিং করবেন। লোয়ার মিডলে শাহাদাত হোসেন দিপুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, শাহাদাত হোসেন, নুরুল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
- বিষয় :
- বাংলাদেশ ক্রিকেট
- হাথুরুসিংহ